ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

আইন ও আদালত

সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির নির্বাচন ২২ ও ২৩ মার্চ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৫৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০১৭
সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির নির্বাচন ২২ ও ২৩ মার্চ

ঢাকা: ২০১৭-২০১৮ মেয়াদে দেশের সর্বোচ্চ আদালতের আইনজীবীদের নেতৃত্ব নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ২২ ও ২৩ মার্চ।

এ উপলক্ষে জ্যেষ্ঠ আইনজীবী এ ওয়াই মশিহুজ্জামানকে নির্বাচন পরিচালনা উপ কমিটির সমন্বয়ক করা হয়েছে। তার সঙ্গে কমিটিতে রয়েছেন আর ছয়জন সদস্য।

 

১ মার্চ থেকে ১১ মার্চ পর্যন্ত মনোনয়নপত্র দাখিল এবং মনোনয়নপত্র প্রত্যাহারের জন্য ১৪ মার্চ দিন ঠিক করা হয়েছে।  

২০১৬-২০১৭ সেশনের নির্বাচন ২৩ ও ২৪ মার্চ অনুষ্ঠিত হয়। ওই নির্বাচনে সভাপতি পদে নির্বাচিত হন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন ও সম্পাদক পদে বিএনপির যুগ্ম মহাসচিব মাহবুব উদ্দিন খোকন।  

বাংলাদেশ সময়: ১২৫৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩,২০১৭
ইএস/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।