ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

আইন ও আদালত

মানিকগঞ্জে ৩ ব্যবসা প্রতিষ্ঠানে জরিমানা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০১৭
মানিকগঞ্জে ৩ ব্যবসা প্রতিষ্ঠানে জরিমানা

মানিকগঞ্জ: লাইসেন্স বিহীন পণ্য বিক্রয়ের দায়ে মানিকগঞ্জ শহরের তিনটি ব্যবসা প্রতিষ্ঠানে মালিককে ৪০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে জেলা প্রশাসকের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মঞ্জুর হোসাইন এ আদালত পরিচালনা করেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, ভারতসহ বিভিন্ন দেশের প্রসাধনী পণ্য আমদানীকারক প্রতিষ্ঠানের নামে লাইসেন্স বিহীনভাবে বিক্রয় করা হচ্ছিল।

এ কারণে মানিকগঞ্জ বাসস্ট্যান্ড পৌর সুপার মার্কেটের লিজা কসমেটিক্সকে দশ হাজার টাকা, আল মিজান কসমেটিক্সকে দশ হাজার টাকা ও শহীদ রফিক সড়কের লক্ষ্মী মণ্ডপ সংলগ্ন নিউ সুজন জেনারেল স্টোরকে বিশ হাজার টাকা জরিমানা করা হয়।

বাংলাদেশ সময়: ১৯১৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০১৭
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।