ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

আইন ও আদালত

বামনায় গাঁজা বিক্রি ও সেবনের দায়ে কারাগারে ২ যুবক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০১৭
বামনায় গাঁজা বিক্রি ও সেবনের দায়ে কারাগারে ২ যুবক

বরগুনা: বরগুনার বামনা উপজেলা থেকে গাঁজা বিক্রয় ও সেবনের দায়ে দুই যুবককে আটক করে কারাগারে পাঠিয়েছে পুলিশ। বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) দুপুর তিনটার দিকে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এর আগে বুধবার দিনগত রাতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এসময় শাহিনের কাছ থেকে ১৫শ’ গ্রাম গাঁজা উদ্ধার করে পুলিশ।

আটক যুবকরা হলেন- বরগুনার বামনা উপজেলার ডৌয়াতলা গ্রামের হারুন হাওলাদারের ছেলে মো. শাহিন হাওলাদার (২৮) ও লক্ষীপুরা গ্রামের আ. রব হাওলাদারের ছেলে সুমন (১৭)।

বামনা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাহাবুদ্দিন বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে ডৌয়াতলা বাজারে গাঁজা বিক্রি করার সময় শাহীন হাওলাদার এবং লক্ষীপুরা গ্রাম থেকে গাঁজা সেবনরত অবস্থায় সুমন হাওলাদারকে আটক করা হয়। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দিয়ে তাদের কারাগারে পাঠানো হয়।

বাংলাদেশ সময়: ২১১৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০১৭
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।