ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

আইন ও আদালত

কুমিল্লা সিটির নির্বাচনে মামুনও প্রার্থী থাকছেন

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১৯ ঘণ্টা, মার্চ ১৩, ২০১৭
কুমিল্লা সিটির নির্বাচনে মামুনও প্রার্থী থাকছেন

ঢাকা: কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) নির্বাচনে মেয়রপ্রার্থী অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা মো. মামুনুর রশিদের মনোনয়নপত্র গ্রহণের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
 
 

সোমবার (১৩ মার্চ) বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমানের হাইকোর্ট বেঞ্চ এ নির্দেশ দেন।

আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী মো. ফখরুদ্দিন।


 
গত ৫ মার্চ কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) নির্বাচনে মেয়র পদে ৫ জনের মধ্যে ৪ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা রকিব উদ্দিন মণ্ডল। বাতিল করেন মামুনুর রশিদের মনোনয়নপত্র।

এ বিষয়ে তার আইনজীবী ফখরুদ্দিন বলেন, নিয়ম অনুযায়ী স্বতন্ত্র প্রার্থী হতে ৩০০ জন ভোটারের স্বাক্ষর প্রয়োজন হয়। মামুনের সমর্থনে দেওয়া স্বাক্ষরকৃত ভোটারদের কয়েকজনের নাম-ঠিকানায় অষ্পষ্টতা পাওয়ায় তার প্রার্থী বাছাইয়ের সময় বাতিল হয়।

‘এটা খুব ছোট একটা বিষয়। ৩০০ মানুষের মধ্যে দুই-একজনের এমন ভুলভ্রান্তি থাকতেই পারে। তাই প্রার্থীতা বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে বিভাগীয় অতিরিক্ত কমিশনারের কাছে গত ৭ মার্চ আপিল করা হয়, তবে সেই আপিল ৮ মার্চ খারিজ হয়। খারিজ আদেশের বিরুদ্ধে ১২ মার্চ (রোববার) হাইকোর্টে আবেদন করেন মামুন। ’

ওই রিটের শুনানি নিয়ে হাইকোর্ট মামুনুর রশীদের মনোনয়নপত্র গ্রহণের নির্দেশ দেন।

আগামী ৩০ মার্চ কুসিক নির্বাচন অনুষ্ঠিত হবে।

মামুন ছাড়া বাকি চার মেয়র প্রার্থীরা হলেন- আওয়ামী লীগের আঞ্জুম সুলতানা সীমা, বিএনপির বর্তমান মেয়র মনিরুল হক সাক্কু, জাসদ মনোনীত প্রার্থী শিরিন আক্তার ও প্রগতিশীল গণতান্ত্রিক দলের (পিডিপি) অ্যাড. সোয়েবুর রহমান।
 
বাংলাদেশ সময়: ১৬২০ ঘণ্টা, মার্চ ১৩, ২০১৭
ইএস/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।