ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

আইন ও আদালত

ফরিদপুরে স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৬ ঘণ্টা, মার্চ ২১, ২০১৭
ফরিদপুরে স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন

ফরিদপুর: ফরিদপুরে স্ত্রীকে কুপিয়ে হত্যার দায়ে স্বামী কাঞ্চন হালদারকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছে আদালত।

মঙ্গলবার (২১ মার্চ) দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক মো. রফিকুল ইসলাম এ রায় দেন।

রায় ঘোষণার সময় আসামি কাঞ্চন হালদার (৩৪) আদালতে উপস্থিত ছিলেন।

তার বাড়ি ফরিদপুর শহরের ভাটিলক্ষ্মীপুরে।

ফরিদপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট স্বপন কুমার পাল বাংলানিউজকে জানান, ২০০৯ সালের ১৪ জুন ভোর রাতে কাঞ্চন হালদার তার স্ত্রী স্বপ্না মালোকে (২৪) কুপিয়ে জখম করে। পরে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় নিহতের বাবা ফরিদপুরের বোয়ালমারী উপজেলার দাদপুর এলাকার জীবন মালো বাদী হয়ে ফরিদপুর কোতোয়ালী থানায় নারী নির্যাতন ও যৌতুক আইনে মামলা দায়ের করেন। মামলায় দীর্ঘ সাক্ষ্য গ্রহণ ও শুনানি শেষে আদালত স্বপ্না মালোর স্বামী কাঞ্চন হালদারকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দেন।

বাংলাদেশ সময়: ০৭১১ ঘণ্টা, মার্চ ২১, ২০১৭
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।