ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

আইন ও আদালত

তাবেলা সিজার হত্যায় পুলিশ কর্মকর্তার সাক্ষ্য

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৫ ঘণ্টা, মার্চ ২২, ২০১৭
তাবেলা সিজার হত্যায় পুলিশ কর্মকর্তার সাক্ষ্য

ঢাকা: ইতালির নাগরিক তাবেলা সিজার হত্যা মামলায় সাক্ষ্য দিয়েছেন ডিবি পুলিশের ক্যান্টনমেন্ট জোনাল টিমের পুলিশ পরিদর্শক এনামুল হক।

বুধবার (২২ মার্চ) ঢাকা মহানগর দায়রা জজ কামরুল হোসেন মোল্লার আদালতে তিনি সাক্ষ্য দেন।

এনামুল হক তার জবানবন্দিতে বলেন, ঘটনার সময় তিনি ডিবি পুলিশের ক্যান্টনমেন্ট জোনাল টিমের পুলিশ পরিদর্শক হিসেবে কর্মরত ছিলেন।

২০১৫ সালের ৪ নভেম্বর সিনিয়র সহকারী পুলিশ কমিশনার আবু তোয়াব মো. শামসুর রহমানের নেতৃত্বে ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশে বেনাপোল পোর্ট থানায় যান। ওই থানার পুলিশের সহায়তায় মামলার আসামি এমএ মতিনকে গ্রেপ্তার করেন। এ বিষয়ে তিনি বুধবার সাক্ষ্য দেন।

সাক্ষ্যগ্রহণ শেষ না হওয়ায় আদালত পরবর্তী সাক্ষ্যের জন্য বৃহস্পতিবার (২৩ মার্চ) দিন ধার্য করেছেন।  

মামলায় বিএনপি নেতা এম এ কাইয়ুমসহ ৭ জনের বিরুদ্ধে গত বছর ২৫ অক্টোবর অভিযোগ গঠন করেন আদালত।

ডিবি পুলিশের পরিদর্শক গোলাম রাব্বানী গত বছরের ২৮ জুন মামলায় কাইয়ুম কমিশনারসহ ৭ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

অপর ৬ জন আসামি হলেন- এম এ কাইয়ুমের ভাই আবদুল মতিন, তামজিদ আহমেদ ওরফে রুবেল ওরফে শ্যুটার রুবেল, রাসেল চৌধুরী ওরফে চাক্কি রাসেল, মিনহাজুল আরেফিন রাসেল ওরফে ভাগনে রাসেল, শাখাওয়াত হোসেন ওরফে শরিফ ও মো. সোহেল ওরফে ভাঙারি সোহেল।  

তামজিদ, রাসেল চৌধুরী, মিনহাজুল ও শাখাওয়াত আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। মতিনসহ স্বীকারোক্তি দেওয়া চারজন কারাগারে। তবে কাইয়ুম ও সোহেল পলাতক।

২০১৫ সালের ২৮ সেপ্টেম্বর সন্ধ্যায় রাজধানীর গুলশান-২ নম্বরের ৯০ নম্বর সড়কে জগিং করার সময় দুবৃর্ত্তদের গুলিতে নিহত হন ইতালিয়ান নাগরিক ও নেদারল্যান্ডসভিত্তিক আন্তর্জাতিক সংস্থা আইসিসিওবিডির কর্মকর্তা তাবেলা সিজার।  

বাংলাদেশ সময়: ২০২৪ ঘণ্টা, মার্চ ২২, ২০১৭
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।