ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

আইন ও আদালত

বরিশালে মাদক ব্যবসায়ীর যাবজ্জীবন কারাদণ্ড

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৪ ঘণ্টা, এপ্রিল ৪, ২০১৭
বরিশালে মাদক ব্যবসায়ীর যাবজ্জীবন কারাদণ্ড

বরিশাল: বরিশালে ফেন্সিডিলসহ আটক মাদক বিক্রেতাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

দণ্ডিত মিজানুর রহমান মিলন ঝালকাঠির বাহেররোড এলাকার মৃত আজাহার উদ্দিনের ছেলে। তিনি জামিনে গিয়ে পলাতক।

মঙ্গলবার (০৪ এপ্রিল) বরিশালের জননিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইবুন্যালের বিচারক মো. রফিকুল ইসলাম এ রায় দেন।

আদালতের বেঞ্চ সহকারী ফিরোজুল ইসলাম জানান, ২০১৪ সালের ১৯ মে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ বরিশাল নগরের রূপাতলী ওয়ালটন শো’রুমের সামনে থেকে মাদক ব্যবসায়ী মিলনকে ২৫ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার করে।

এ ঘটনায় ডিবি পুলিশের এসআই আহসান কবির বাদী হয়ে মামলা করে।

একই বছরের ১৯ জুন ডিবি পুলিশের এসআই কামাল হোসেন আদালতে চার্জশিট দাখিল করেন।

আদালত ১৩ জনের মধ্যে ১০ জনের সাক্ষ্যগ্রহণ শেষে রায় প্রদান করেন।

বাংলাদেশ সময়: ১৮১০ ঘণ্টা, এপ্রিল ০৪, ২০১৭
এমএস/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।