ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

আইন ও আদালত

শ্রমের জমি, আইনের আদালত

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৮ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০১৭
শ্রমের জমি, আইনের আদালত আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক-শ্রম প্রতিমন্ত্রী মুজিবুল হক

ঢাকা: শ্রমিকদের সুবিধার্থে শ্রম মন্ত্রণালয় জমি দিলে ঢাকা থেকে দু'টি শ্রম আদালত নারায়ণগঞ্জ ও টঙ্গীতে স্থানান্তরের আশ্বাস দিয়েছেন আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক।

মঙ্গলবার (২৫ এপ্রিল) রাজধানীর বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে বিচারকদের প্রশিক্ষণ উদ্বোধনকালে শ্রম প্রতিমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে এ আশ্বাস দেন তিনি।

‘ইন্টারন্যাশনাল লেবার স্ট্যান্ডার্ড অ্যান্ড লেবার লেজিসলেশন ফর জাজেস অ্যান্ড জুডিশিয়াল অফিসার্স’ শীর্ষক এ প্রশিক্ষণের আয়োজন করে আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও) ও বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউট।

অনুষ্ঠানে শ্রম প্রতিমন্ত্রী মুজিবুল হক বলেন, ‘ঢাকার তিনটি শ্রম আদালত মতিঝিলে। অথচ বেশিরভাগ শ্রমিক ঢাকার পাশাপাশি টঙ্গী ও নারায়ণগঞ্জের। এসব এলাকার শ্রমিকদের বিচার প্রাপ্তি সহজ করা ও কষ্ট কমাতে ঢাকা থেকে দু’টি আদালত টঙ্গী ও নারায়ণগঞ্জে স্থানান্তর করা যেতে পারে। এজন্য যদি জমির দরকার হয়, সেটি শ্রম মন্ত্রণালয় দেবে’।

‘শ্রমিকদের স্বার্থে প্রয়োজনে জায়গা ভাড়া নেওয়া হবে। তারপরও আইনমন্ত্রীর কাছে অনুরোধ জানাই, ওই দুই জায়গায় আদালত স্থানান্তর করেন’।

মুজিবুল হক বলেন, ‘এছাড়াও সিলেটের ফেঞ্চুগঞ্জের একজন শ্রমিককে বিচারের জন্য যেতে হয় চট্টগ্রামে। এটি কতো কষ্টের। আবার রংপুরের শ্রমিককে যেতে হয় রাজশাহীতে, এটিও কষ্টের’।

তাই রংপুর ও সিলেটেও একটি করে শ্রম আদালত দরকার বলে মনে করেন শ্রম প্রতিমন্ত্রী।

তার এ বক্তব্যের পর আইনমন্ত্রী আনিসুল হক প্রধান অতিথির বক্তব্যে বলেন, ‘শ্রমিকদের স্বার্থে শ্রম মন্ত্রণালয় জায়গা দিলে আমরা দু’টি আদালত স্থানান্তর করবো। এছাড়া সিলেট ও রংপুরে শ্রম আদালত প্রতিষ্ঠার ব্যাপারে পদক্ষেপ নেওয়া হবে’।

অনুষ্ঠানে বক্তব্য দেন আইন সচিব আবু সালেহ শেখ মো. জহিরুল হক, নরওয়ের রাষ্ট্রদূত সিডসেল ব্লেকেন এবং আইএলও’র কান্ট্রি ডিরেক্টরও শ্রীনিবাস বি রেড্ডি।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটের মহাপরিচালক বিচারপতি খোন্দকার মূসা খালেদ।

৩০ জন বিচারক ও বিচার বিভাগীয় কর্মকর্তার অংশগ্রহণে এ কর্মশালা চলবে বৃহস্পতিবার (২৭ এপ্রিল) পর্যন্ত।  

বাংলাদেশ সময়: ১৮৫৭ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০১৭
ইএস/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।