ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

আইন ও আদালত

জাল টাকাসহ আটক ২ জনের ৭ বছর করে কারাদণ্ড

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৭ ঘণ্টা, মে ৪, ২০১৭
জাল টাকাসহ আটক ২ জনের ৭ বছর করে কারাদণ্ড

বরিশাল: বরিশাল নগরের রুপাতলী থেকে জাল টাকাসহ আটক দু’জনকে ৭ বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি ১ লাখ টাকা করে জরিমানা, অনাদায়ে আরো ৬ মাস করে কারাদণ্ড পেয়েছেন তারা।

বৃহস্পতিবার (০৪ মে) বিভাগীয় স্পেশাল জজ দিলীপ কুমার ভৌমিকের আদালত এ রায় দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- ঝালকাঠির রাজাপুরের ঢহর শংকর বেপারী বাড়ির ছেলে জহির বেপারী এবং উপজেলার ইন্দ্রপাশা গ্রামের লতিফ হাওলাদার।

আদালত সূত্রে জানা গেছে, ২০১৪ সালের ১৫ নভেম্বর নগরীর রূপাতলী বাসস্ট্যান্ড সংলগ্ন্ এলাকায় র‌্যাব চেকপোস্ট বসিয়ে জহির ও লতিফকে আটক করে।

তাদের কাছ থেকে উদ্ধার করা হয় এক হাজার টাকার ২শ’টি এবং ৫শ’ টাকার একশ’টি জালনোট।

এ ঘটনায় র‌্যাবের ডিএডি ইকরাম উদ্দিন কোতোয়ালি মডেল থানায় মামলা দায়ের করেন।

কোতোয়ালি থানার এসআই সাইদুল হক একই বছরের ৩১ ডিসেম্বর আদালতে চার্জশিট দাখিল করা হয়।

আদালত ৯ জনের সাক্ষ্যগ্রহণ শেষে রায় দেন।

বাংলাদেশ সময়: ১৯৩৫ ঘণ্টা, মে ০৪, ২০১৭
এমএস/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।