ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

আইন ও আদালত

চাঁদপুরে ৩ যুবকের কারাদণ্ড

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৪ ঘণ্টা, মে ৩০, ২০১৭
চাঁদপুরে ৩ যুবকের কারাদণ্ড ৩ যুবকের কারাদণ্ড

চাঁদপুর: চাঁদপুর শহরের পালবাজার এলাকায় টাকা ছিনতাই করার দায়ে তিন যুবককে তিন বছর করে সশ্রম কারাদণ্ড এবং পাঁচ হাজার টাকা করে জরিমানা করেছেন দ্রুত বিচার ট্রাইব্যুনাল।

মঙ্গলবার (৩০ মে) দুপুরে দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক সৈয়দ মোহাম্মদ কায়সার মোশাররফ ইউসুফ এ আদেশ দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- শহরের জেটেসি কলোনির আলী হোসেনের ছেলে রাব্বী (২০), জয়নাল গাজীর ছেলে শরীফ গাজী (২১) ও জাহাঙ্গীর হোসেনের ছেলে অন্তর (১৯)।

মামলার বিবরণ থেকে জানা যায়, ২০১৬ সালের ২০ ডিসেম্বর বিকেল সাড়ে ৪টার দিকে পালবাজারের চাল ব্যবসায়ী শহীদুল ইসলামের কর্মচারী সাজ্জাদ হোসেন ব্যাংক থেকে নগদ ২ লাখ টাকা উত্তোলন করে প্রতিষ্ঠানে ফিরছিল। পথে রাব্বী, শরীফ ও অন্তর তাকে মারধর করে এবং মৃত্যুর ভয় দেখিয়ে ২ লাখ টাকা ছিনিয়ে নেয়।

এ ঘটনায় ওইদিনই সাজ্জাদ তাদের বিরুদ্ধে চাঁদপুর মডেল থানায় ছিনতাই মামলা দায়ের করেন।

অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (পিপি) রেজা পাহলভী মজিদ সেলিম বাংলানিউজকে জানান, এ ঘটনায় মামলা দায়েরের পর ছিনতাই হওয়া ৭৭ হাজার ৫শ’ টাকা উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ। সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে দ্রুত বিচার আইনে আসামিদের কারাদণ্ড দেয়া হয়। আসামিপক্ষের আইনজীবী ছিলেন আনোয়ার গাজী ও কোহিনুর।

বাংলাদেশ সময়: ২০০২ ঘণ্টা, মে ৩০, ২০১৭
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।