ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

আইন ও আদালত

৫ আইনজীবীকে হাজিরের নির্দেশ হাইকোর্টের

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৬ ঘণ্টা, জুন ১৯, ২০১৭
৫ আইনজীবীকে হাজিরের নির্দেশ হাইকোর্টের

ঢাকা: উচ্চ আদালতের এজলাস কক্ষে চিৎকার ও আদালতের কার্যক্রমে ব্যাঘাতের ঘটনায় আগামী ০২ জুলাই পাঁচ আইনজীবীকে হাজিরের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

একইসঙ্গে তাদের প্রতি আদালত অবমাননার রুলও জারি করা হয়েছে।
 
সোমবার (১৯ জুন)  স্বতঃপ্রণোদিত বিচারপতি মো. নজরুল ইসলাম তালকুদার ও বিচারপতি খিজির আহমেদ চৌধুরীর অবকাশকালীন হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।


 
পাঁচ আইনজীবী হলেন- নূরে ই আলম উজ্জ্বল, বিল্লাহ হোসেন লিজেন পাটোয়ারী, মাহমুদ, মতিলাল বেপারি ও মোহাম্মদ আলী।
 
রুলে কেন তাদের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগে ব্যবস্থা নেওয়া হবে না- দশদিনের তার জবাব দিতে বলা হয়েছে।
 
আদালতের আদেশে বলা হয়, ২৪ নম্বর কক্ষে (এনেক্স) কিছু সংখ্যক আইনজীবী চিৎকার শুরু করেন, যা এ আদালতের কার্যক্রমকে বাধাগ্রস্ত করে। এরপর চার আইনজীবী ডায়াসে চলে এসে রফিকুল ইসলাম নামের বেঞ্চ কর্মকর্তার ওপর চড়াও হন, তার মাথায় ও শরীরের বিভিন্ন অংশে আঘাত করেন এবং আদালতের মামলার নথিপত্র তছনছ করেন।
 
তাদের অজুহাত, তালিকাভুক্ত না হওয়া মোশনের (আবেদন) শুনানি হয়নি।    আইনজীবী মোহাম্মদ আলীসহ অন্য কিছু আইনজীবী ডায়াসের পাশে দাড়িয়ে এ সব কর্মকাণ্ডে উৎসাহ দেন।

বাংলাদেশ সময়: ২২০৭ ঘণ্টা, জুন ১৯, ২০১৭
ইএস/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।