ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

আইন ও আদালত

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসির বিরুদ্ধে আদালত অবমাননার রুল

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৩০ ঘণ্টা, জুলাই ১১, ২০১৭
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসির বিরুদ্ধে আদালত অবমাননার রুল

ঢাকা: আদালতের আদেশ অনুসারে এক প্রভাষকের বেতন ভাতাদি না দেওয়ায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচ‍ার্য (ভিসি) ড. হারুন অর রশিদের বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি করেছেন হাইকোর্ট।

আদালত অবমাননার এক আবেদনের শুনানি করে মঙ্গলবার (১১ জুলাই) বিচারপতি মো. আশফাকুল ইসলাম ও বিচারপতি আশীষ রঞ্জন দাসের হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন।

রুলে আদালত অবমাননার অভিযোগে তার বিরুদ্ধে কেন কার্যক্রম গ্রহণ করা হবে না-দুই সপ্তাহের মধ্যে তা জানতে চেয়েছেন হাইকোর্ট।

আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী আবদুর রব চৌধুরী। সঙ্গে ছিলেন আইনজীবী মো. গিয়াস উদ্দিন।

পরে গিয়াস উদ্দিন সাংবাদিকদের জানান, জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রভাষক (শিক্ষা) মো. হাফিজুর রহমানকে জাতীয় বেতন স্কেল ১৯৯৭, ২০০৫, ২০০৯ ও ২০১৫ অনুযায়ী বেতন ভাতাদি দেওয়ার জন্য ২০১৬ সালের ২২ আগস্ট হাইকোর্ট একটি রায় দেন।  

এ রায় অনুসারে তাকে বেতন-ভাতাদি না দেওয়ায় গত ৪ জুন হাফিজুর রহমান আদালত অবমাননার আবেদন করেন। এ আবেদনের শুনানি নিয়ে মঙ্গলবার রুল জারি করেন হাইকোর্ট।

বাংলাদেশ সময়: ১৩২৯ ঘণ্টা, জুলাই ১১, ২০১৭
ইএস/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।