ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

আইন ও আদালত

অনলাইনে ফৌজদারি মামলার তথ্য চেয়েছে সুপ্রিম কোর্ট

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৩ ঘণ্টা, জুলাই ১১, ২০১৭
অনলাইনে ফৌজদারি মামলার তথ্য চেয়েছে সুপ্রিম কোর্ট

ঢাকা: অধস্তন ফৌজদারি আদালতগুলোর ২০১৬ সালের বিভিন্ন প্রকারের ফৌজদারি মামলার পরিসংখ্যান ও অবকাঠামোগত সুযোগ-সুবিধার তথ্যে পাঠাতে বলেছে সুপ্রিম কোর্ট প্রশাসন।

২৪ জুলাইয়ের মধ্যে অনলাইনে এ তথ্য পাঠাতে নিম্ন আদালতের সংশ্লিষ্ট বিচারকদের অনুরোধ করেছেন হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার আবু সৈয়দ দিলজার হোসেন।

১০ জুলাই ‘অনলাইনে অধস্তন ফৌজদারি আদালতসূমহের মামলার বিবরণী প্রেরণ’ শীর্ষক জারি করা এক স্মারকে বলা হয়, অধস্তন ফৌজদারি আদালতগুলোর কার্যকর নিয়ন্ত্রণ তত্ত্বাবধানের জন্য ২০১৬ সালের বিভিন্ন প্রকারের ফৌজদারি মামলার পরিসংখ্যান ও অবকাঠামোগত সুযোগ সুবিধার বিষয়ে তথ্য পাওয়া আবশ্যক।



এ উদ্দেশে অনলাইনে একটি সফটওয়্যার তৈরি করা হয়েছে। যেখানে প্রবেশ করে এ সংক্রান্ত তথ্য পাঠানো যাবে।
 
মহানগর দায়রা ও মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেসিসহ সব জজশিপ ও ম্যাজিস্ট্রেসির আদালত সমূহের সমষ্টিগত তথ্য সফটওয়্যারে দিতে হবে। অন্যান্য একক ফৌজদারি আদালত/ট্রাইব্যুনালসমূহের তথ্য পৃথকভাবে সফটওয়্যারে দিতে হবে।

বাংলাদেশ সময়: ১৯৩৫ ঘণ্টা, জুলাই ১১, ২০১৭
ইএস/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।