ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

আইন ও আদালত

সুপ্রিম কোর্টের জিএ কমিটি পুনর্গঠন

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৫০ ঘণ্টা, জুলাই ১২, ২০১৭
সুপ্রিম কোর্টের জিএ কমিটি পুনর্গঠন

ঢাকা: নিম্ন আদালতের বিচারকদের বদলি, পদোন্নতি ও শৃঙ্খলামূলক বিভাগীয় ব্যবস্থা গ্রহণ সংক্রান্ত সুপ্রিম কোর্টের জেনারলে অ্যাডমিনিস্ট্রেশন কমিটি (জিএ) পুনর্গঠন করা হয়েছে।

প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা এ কমিটি সুপ্রিম কোর্টের জিএ কমিটি পুনর্গঠনে আদেশ জারি করেন।

বুধবার (১২ জুলাই) সুপ্রিম কোর্টের একটি সূত্র বাংলানিউজকে এ তথ্য জানায়।


 
প্রধান বিচারপতির নেতৃত্বে নতুন কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়েছে হাইকোর্ট বিভাগের বিচারক বিচারপতি মো. আশফাকুল ইসলাম, বিচারপতি মো. নূরুজ্জামান ও বিচারপতি সৌমেন্দ্র সরকার।
 
এর আগের কমিটিতে বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন, বিচারপতি জিনাত আরা ও বিচারপতি ওবায়দুল হাসান ছিলেন।
 
এ কমিটির সুপারিশ অনুসারে নিম্ন আদালতের বিচারকদের বদলি, পদোন্নতি ও শৃঙ্খলামূলক বিভাগীয় ব্যবস্থা নেয় আইন মন্ত্রণালয়।

বাংলাদেশ সময়: ১২৩২ ঘণ্টা, জুলাই ১২, ২০১৭
ইএস/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।