ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

আইন ও আদালত

যশোরে শিশু ধর্ষকের যাবজ্জীবন

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০০ ঘণ্টা, জুলাই ১২, ২০১৭
যশোরে শিশু ধর্ষকের যাবজ্জীবন

যশোর: যশোরে শিশু ধর্ষণের দায়ে ধর্ষক মহসিনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি ১ লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও ৩ বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

বুধবার (১২ জুলাই) বিকেলে যশোর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক  জেলা জজ অমিত কুমার দে এ মামলার রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত মহসিন শহরতলীর ঝুমঝুমপুরের আব্দুর রহমানের ছেলে।

তিনি গ্রেফতার হয়ে মহসিন কারাগারে আটক আছেন।

নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) ইদ্রিস আলী বাংলানিউজকে জানান, ২০০৬ সালের ০৭ মার্চ বিকেলে ওই শিশু ঝুমঝুমপুর ফরেস্ট অফিসের ভেতরে পাতা কুড়াতে যায়। এ সময় মহসিন বাগানে ঘাস কাটছিলেন।

পরে মহসিন শিশুটিকে ঘাস কাটার কাচির ভয় দেখিয়ে ধর্ষণ করেন। ওই শিশু বাড়ি ফিরে ঘটনাটি তার মাকে জানায়।

শিশুটির বাবা মহসিনকে আসামি করে কোতোয়ালি থানায় ধর্ষণ মামলা করেন।

মামলার তদন্ত শেষে মহসিনকে অভিযুক্ত করে একই বছরের ৩০ এপ্রিল আদালতে চার্জশিট জমা দেন তদন্তকারী কর্মকর্তা এসআই রফিকুল ইসলাম।

বাংলাদেশ সময়: ২১৫৬ ঘণ্টা,  জুলাই ১২, ২০১৭
এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।