ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

আইন ও আদালত

রায় পেলে তারেকের শাশুড়ি বিষয়ে পদক্ষেপ নেবে দুদক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩২ ঘণ্টা, জুলাই ১৩, ২০১৭
রায় পেলে তারেকের শাশুড়ি বিষয়ে পদক্ষেপ নেবে দুদক ইকবাল মান্দ বানু/ফাইল ফটো

ঢাকা: সুপ্রিম কোর্টের রায়ের অনুলিপি পাওয়ার পর বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের শাশুড়ি সৈয়দা ইকবাল মান্দ বানুর বিষয়ে আইনানুগ পদক্ষেপ নেবে বলে জানিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বৃহস্পতিবার (১৩ জুলাই) দুপুরে সম্পদের হিসাব না দেওয়ায় ইকবাল মান্দ বানুর বিষয়ে দুদকের করা মামলা বাতিল করে সম্পদের হিসাব চেয়ে নতুন করে নোটিশ দিতে দুদককে নির্দেশ দেন আপিল বিভাগ।

আদালতের রায়ের পর বিকেলে নতুন নোটিশের বিষয়ে জানতে চাইলে দুদক সচিব আবু মোহাম্মদ মোস্তফা কামাল বাংলানিউজকে বলেন, আমরা এখনও উচ্চ আদালতের রায় হাতে পাইনি।

রায়ের অনুলিপি হাতে পাওয়ার পর আইন অনুসারে সৈয়দা ইকবাল মান্দ বানুর বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হবে।    
সম্পদের হিসাব জমা দেওয়ার জন্য ২০১২ সালের ২৫ জানুয়ারি ইকবাল মান্দ বানুকে নোটিশ দেয় দুদক। এর বিরুদ্ধে রিট করে হাইকোর্টের স্থগিতাদেশ পান ইকবাল মান্দ বানু। তবে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে দুদক আপিল করলে ওই আদেশ স্থগিত হয়ে যায়। এরপর ২০১৪ সালের ৩০ জানুয়ারি দুদকের উপ-পরিচালক আর কে মজুমদার ঢাকার রমনা থানায় ইকবাল মান্দ বানুর বিরুদ্ধে সম্পদ বিবরণী নির্ধারিত সময়ে জমা না দেওয়ায় মামলা করেন।  

এরপর দুদক অভিযোগপত্র দিলে এর বিরুদ্ধে হাইকোর্টে রিট আবেদন করেন ইকবাল মান্দ বানু। রিট আবেদনে সম্পদের হিসাব বিবরণী চেয়ে দেওয়া নোটিশ বাতিল করে পুনরায় নোটিশ দেওয়া এবং এ বিষয়ে করা মামলা স্থগিত ও বাতিল চেয়েছিলেন ইকবাল মান্দ বানু। পরবর্তীতে ২০১৬ সালের ২ ফেব্রুয়ারি বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি আমির হোসেনের বেঞ্চ ওই রিট আবেদন খারিজ করে রায় দেন।

এদিকে হাইকোর্টের ওই রায়ের বিরুদ্ধে ইকবাল মান্দ বানু আপিল বিভাগে আবেদন করেন। আপিল বিভাগ বৃহস্পতিবার ওই আবেদন নিষ্পত্তি করে আগের দেওয়া নোটিশের মামলা বাতিল করে নতুন করে নোটিশ দিতে দুদককে নির্দেশ দেন।

সাবেক নৌবাহিনীর প্রধান রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের স্ত্রী ইকবাল মান্দ বানু। ১৯৯৩ সালে তার মেয়ে জোবাইদা খানের সঙ্গে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমানের বিয়ে হয়।

বাংলাদেশ সময়: ১৯২৯ ঘণ্টা, জুলাই ১৩, ২০১৬
এসজে/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।