ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

আইন ও আদালত

কোম্পানি আইনজীবী সোসাইটির সভাপতি দেলোয়ার,সম্পাদক আনোয়ার

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৩৯ ঘণ্টা, জুলাই ১৫, ২০১৭
কোম্পানি আইনজীবী সোসাইটির সভাপতি দেলোয়ার,সম্পাদক আনোয়ার অ্যাড. মো. দেলোয়ার হোসেন খাঁন, অ্যাড. মো. আনোয়ার হোসেন ও অ্যাড. মো. আশরাফ হোসেন খাঁন

ঢাকা: কোম্পানি আইনজীবীদের একমাত্র জাতীয় সংগঠন বাংলাদেশ কোম্পানি ল’ প্র্যাকটিশনারস্ সোসাইটির নির্বাচনে সাবেক সংসদ সদস্য অ্যাড. মো. দেলোয়ার হোসেন খাঁন সভাপতি ও অ্যাড. মো.  আনোয়ার হোসেন সাধারণ সম্পাদক পদে পুনর্নির্বাচিত হয়েছেন।  

সম্প্রতি সোসাইটির ২০১৭-২০১৮ মেয়াদের কার্যকরী পরিষদের নির্বাচন রাজধানীর সেগুনবাগিচার বাগিচা রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়।

কমিটির অন্য নির্বাচিতরা হলেন- সিনিয়র সহ সভাপতি অ্যাড. ড. মো. আব্দুল ওয়াদুদ, সহ সভাপতি অ্যাড. এ কে এম বদরুদ্দোজা, অ্যাড. এইচ এম জাহাঙ্গীর, অ্যাড. এম এ লতিফ, অ্যাড. হাজী মো. আব্দুল মোতালিব, অ্যাড. এ কে এম আব্দুল আউয়াল ও অ্যাড. মো. সিদ্দিকুর রহমান, ১ম যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড. মো.  রাশেদুল হাসান কয়েছ, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড. সৈয়দা মাসুমা আক্তার, মশিউর রহমান ও টিপু মজুমদার, অর্থ সম্পাদক মো. মনিরুল ইসলাম, যুগ্ম অর্থ সম্পাদক মোহাম্মদ আজহারুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক অ্যাড. মো. আশরাফ হোসেন খাঁন, যুগ্ম সাংগঠনিক সম্পাদক অ্যাড. মো. শাখাওয়াত হোসেন, সমাজকল্যাণ সম্পাদক মোহাম্মদ সোলায়মান, দফতর সম্পাদক মো. আলী তালুকদার, লাইব্রেরি সম্পাদক মো. রবিউল ইসলাম রিংকু, ক্রীড়া সম্পাদক অ্যাড. রিপন বিশ্বাস, সাংস্কৃতিক সম্পাদক মো. ফয়েজ উল্লাহ, প্রচার ও যোগাযোগ সম্পাদক মো. হেলাল উদ্দিন।

কার্যকরী পরিষদের সদস্যরা হলেন- অ্যাড. মো.  আনোয়ার হোসেন, মো. আবু নাছের মজুমদার মেজবাহ, অ্যাড. খন্দকার হাসান শাহরিয়ার, অ্যাড. পারভীন আক্তার, অ্যাড. মো. কাজী নুরে আলম সিদ্দিক, নির্মল চন্দ্র বিশ্বাস, আমিনুল ইসলাম ও মোহাম্মদ কামরুল ইসলাম ভূঁইয়া।

বাংলাদেশ সময়: ১২৩৩ ঘণ্টা, জুলাই ১৫, ২০১৭
এএসআর                                    

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।