ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

আইন ও আদালত

লেডিস ক্লাবের সভাপতিকে সাময়িক অব্যাহতি হাইকোর্টে স্থগিত

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৫২ ঘণ্টা, জুলাই ১৬, ২০১৭
লেডিস ক্লাবের সভাপতিকে সাময়িক অব্যাহতি হাইকোর্টে স্থগিত

ঢাকা: ঢাকা লেডিস ক্লাবের সভাপতি জাহান আরা মান্নানকে সাময়িক অব্যাহতি দিয়ে যৌথ মূলধন কোম্পানি ও ফার্মসমূহের নিবন্ধকের কার্যালয়ের সিদ্ধান্ত তিনমাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট।

রোববার (১৬ জুলাই) বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী ও বিচারপতি মো. ইকবাল কবিরের হাইকোর্ট বেঞ্চ রুলসহ এ আদেশ দেন।

আদালতে জাহান আরা মান্নানের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, সঙ্গে ছিলেন ব্যারিস্টার সাকিব মাহবুব।

গত ১০ জুলাই এক স্মারকে যৌথ মূলধন কোম্পানি ও ফার্মসমূহের নিবন্ধকের কার্যালয় জাহান আরা মান্নানকে সাময়িক অব্যাহতি দেয়। পাশাপাশি সহ সভাপতি আসমা
আব্বাসীকে সভাপতির দায়িত্বভার দেওয়া হয়।

ওই স্মারকে বলা হয়, লেডিস ক্লাবের বিদ্যমান অসন্তোষ, নির্বাহী কমিটির সদস্যদের মধ্যে মতবিরোধ এবং সাংঘর্ষিক অবস্থার নিরসন তথা শান্তিপূর্ণ সহাবস্থানের পরিবেশ ফিরিয়ে আনার লক্ষ্যে তাকে সাময়িক অব্যাহতি প্রদান করা হয়।

এর বিরুদ্ধে হাইকোর্টের রিট করেন জাহান আরা মান্নান।

আদেশের পরে মাহবুব উদ্দিন খোকন বলেন, যৌথ মূলধন কোম্পানি ও ফার্মসমূহের নিবন্ধকের কার্যালয়ের আদেশটি তিনমাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট। একইসঙ্গে জাহান আরা মান্নানকে সভাপতি পদে কার্যক্রম চালিয়ে যেতে অনুমতি দিতেও নির্দেশ দেওয়া হয়।

পাশাপাশি রুলও জারি করেছেন আদালত। রুলে জাহান আরা মান্নানকে সাময়িক অব্যাহতি দিয়ে সহ সভাপতিকে দায়িত্ব দেওয়ার সিদ্ধান্তর কেন অবৈধ হবে না- তা জানতে চেয়ে রুল জারি করেছেন।

চার সপ্তাহের মধ্যে বাণিজ্য সচিবসহ সংশ্লিষ্ট ছয়জনকে রুলের জবাব দিতে বলা হয়।

গত বছরের ০১ মে দুই বছরের জন্য সভাপতি নির্বাচিত হন জাহান আরা মান্নান।

বাংলাদেশ সময়: ১৪৫৩ ঘণ্টা, জুলাই ১৬, ২০১৭
ইএস/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।