ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

আইন ও আদালত

যৌতুক মামলায় আরাফাত সানির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা 

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫১ ঘণ্টা, জুলাই ১৬, ২০১৭
যৌতুক মামলায় আরাফাত সানির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা  ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

ঢাকা: ২০ লাখ টাকা যৌতুক চাওয়ার অভিযোগ এনে বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার আরাফাত সানির বিরুদ্ধে দায়ের করা মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন ঢাকার একটি আদালত।

রোববার (১৬ ‍জুলাই) মামলাটির অভিযোগ গঠনের জন্য দিন ধার্য ছিল। এদিন আরাফাত সানি আদালতে উপস্থিত না হয়ে চিকুনগুনিয়ার আক্রান্ত মর্মে আদালতে তার আইনজীবী সময়ের আবেদন করেন।

ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকির হোসেন টিপু সময়ের আবেদন নাকচ করে সানির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়না জারি করেন।

একই সঙ্গে যৌতুকের অভিযোগে আরাফাত সানির বিরুদ্ধে চার্জ গঠন করেন তিনি।

চলতি বছরের ২৩ জানুয়ারি ঢাকার সিএমএম আদালতে যৌতুক নিরোধ আইনের ৪ ধারায় মামলাটি করেন তার স্ত্রী দাবিদার নাসরিন সুলতানা।  
মামলায় উল্লেখ করা হয়, ২০১৪ সালের ৪ ডিসেম্বর পাঁচ লাখ এক টাকা দেনমোহর ধার্য করে তাদের বিয়ে হয়। বিয়ের পর নাসরিন তার বোনের বাড়িতে সানিকে নিয়ে সংসার শুরু করেন।

বিয়ের ছয় মাস পর থেকেই সানি ২০ লাখ টাকা যৌতুকের দাবিতে নাসরিনের উপর নির্যাতন শুরু করেন বলে অভিযোগ করা হয় ওই মামলায়।  

এজহারে আরও উল্লেখ করা হয়, গত ১৯ জানুয়ারি সানি বাদীকে চূড়ান্তভাবে জানিয়ে দেন যে ২০ লাখ টাকা যৌতুক ছাড়া তাকে গ্রহণ করা হবে না।

বাংলাদেশ সময়: ১৫৪৪ ঘণ্টা, জুলাই ১৬, ২০১৭
এমআই/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।