ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

আইন ও আদালত

ভূমিসচিবসহ ৫ জনের বিরুদ্ধে আদালত অবমাননার রুল

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৩৩ ঘণ্টা, জুলাই ১৮, ২০১৭
ভূমিসচিবসহ ৫ জনের বিরুদ্ধে আদালত অবমাননার রুল

ঢাকা: আদালতের নির্দেশের পরও লালমনিরহাটের আবদুল মজিদের জমির খতিয়ান না খোলায় ভূমিসচিব, লালমনিরহাটের জেলা প্রশাসক (ডিসি) ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ (ইউএনও) ৫ জনের বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি করেছেন হাইকোর্ট।

মঙ্গলবার (১৮ জুলাই) বিচারপতি মো. আশফাকুল ইসলাম ও বিচারপতি আশীষ রঞ্জন দাসের হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন।

আদালত অবমাননার অভিযোগে কেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে না- রুলে তা জানতে চাওয়া হয়েছে।

চার সপ্তাহের মধ্য ভূমিসচিবসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের রুলের জবাব দিতে বলা হয়েছে।

আদালতে আবদুল মজিদের পক্ষে শুনানি করেন আইনজীবী এম বদরুদ্দোজা বাদল, সঙ্গে ছিলেন শহিদুল ইসলাম।

তিন মাসের মধ্য নতুন করে লালমনিরহাটের তেলিপাড়া মৌজার সংশ্লিষ্ট ভূমি নতুন করে খতিয়ান খুলতে হাইকোর্টের দেওয়া নির্দেশনা প্রতিপালিত না হওয়ার সোমবার (১৭ জুলাই) ভূমির মালিক আবদুল মজিদ আদালত অবমাননার অভিযোগে আবেদন করেন।

এম বদরুদ্দোজা বাদল সাংবাদিকদের জানান, সরকার উচ্ছেদের জন্য বিবিধ মামলা করেছিল। এর বৈধতা নিয়ে আবদুল মজিদসহ মোট ৬৩ জন হাইকোর্টে ১৭টি রিট করেন। চূড়ান্ত শুনানি শেষে ২০০৯ সালে ১২ নভেম্বর হাইকোর্ট তিনমাসের মধ্য তেলিপাড়া মৌজার সংশ্লিষ্ট ভূমি নতুন করে ওই ৬৩ জনের নামে খতিয়ান খুলতে বলেন।

ওই নির্দেশনা না পালন হওয়ায় এ রুল জারি করেছেন হাইকোর্ট।

বাংলাদেশ সময়: ১৪৩২ ঘণ্টা, জুলাই ১৮, ২০১৭
ইএস/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।