ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

আইন ও আদালত

লক্ষ্মীপুরে স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৫২ ঘণ্টা, জুলাই ১৯, ২০১৭
লক্ষ্মীপুরে স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের রামগঞ্জে স্ত্রী নাসিমা আক্তার হত্যা মামলায় স্বামী মোজাম্মেল হকের যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।

বুধবার (১৯ জুলাই) দুপুরে লক্ষ্মীপুর অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. সাইদুর রহমান গাজী এ রায় দেন। তবে দণ্ডপ্রাপ্ত আসামি মোজাম্মেল হক পলাতক রয়েছেন।

মামলা সূত্রে জানা যায়, ২০০৭ সালের ১৬ আগস্ট রাতে পারিবারিক কলহের জের ধরে স্ত্রী নাসিমা আক্তারকে নির্যাতন চালিয়ে হত্যা করা হয়। পরের দিন নিহতের ভাই মমিন উল্লাহ বাদী হয়ে মোজাম্মেল হকসহ তিন জনকে আসামি করে রামগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। একই বছরের ২৬ নভেম্বর মোজাম্মেল হককে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দেয় পুলিশ। দীর্ঘ শুনানি ও সাক্ষীর সাক্ষ্য শেষে আদালত এ রায় ঘোষণা করেন।

জজ কোর্টের অতিরিক্ত পাবলিক প্রসিউকিউটের (পিপি) অ্যাডভোকেট মো. আবুল কালাম বাংলানিউজকে এ রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৪৫০ ঘণ্টা, জুলাই ১৯, ২০১৭
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।