ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

আইন ও আদালত

কুষ্টিয়ায় শিশু ধর্ষণের পর হত্যার দায়ে এক ব্যক্তির ফাঁসি

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩৩ ঘণ্টা, জুলাই ১৯, ২০১৭
কুষ্টিয়ায় শিশু ধর্ষণের পর হত্যার দায়ে এক ব্যক্তির ফাঁসি

কুষ্টিয়া: কুষ্টিয়ায় আলোচিত শিশু ঈশিতা ধর্ষণের পর হত্যা করার অপরাধে জাহিদ মণ্ডল নামে এক ব্যক্তিকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত।

বুধবার (১৯ জুলাই) দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ রেজা মো. আলমগীর হোসেন এ রায় দেন।

কুষ্টিয়া আদালতের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট অনুপ কুমার নন্দী বাংলানিউজকে জানান, ২০১৫ সালের ৫ ডিসেম্বর বিকেলে জেলার কুমারখালী উপজেলার উত্তর যদুবয়রা গ্রামের ইসারুল শেখের মেয়ে ঈশিতাকে চকলেট দেয়ার কথা বলে মাঠে নিয়ে ধর্ষণের পর হত্যা করেন জাহিদ।

জাহিদ ওই গ্রামের শওকত মণ্ডলের ছেলে। এ ঘটনার পর তাকে একমাত্র আসামি করে কুমারখালী থানায় মামলা দায়ের করেন ঈশিতার বাবা।

শুনানি শেষে অভিযোগ প্রমাণ হওয়ায় বুধবার এ রায় দেন বিচারক। রায়ের সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৪৫৪ ঘণ্টা, জুলাই ১৯, ২০১৭
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।