ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

আইন ও আদালত

মনজিল মোরসেদকে হুমকিদাতার বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১৯ ঘণ্টা, জুলাই ২৭, ২০১৭
মনজিল মোরসেদকে হুমকিদাতার বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ অ্যাডভোকেট মনজিল মোরসেদ (ফাইল ফটো)

ঢাকা: সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মনজিল মোরসেদকে ‘হত্যার’ হুমকি দেওয়ার অভিযোগে টেকনো ড্রাগস লিমিটেডের কর্মকর্তা কাজী মামুনের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

বৃহস্পতিবার (২৭ জুলাই) বিচারপতি সৈয়দ মোহাম্মাদ দস্তগীর হোসেন ও বিচারপতি মো. আতাউর রহমান খানের হাইকোর্ট বেঞ্চ শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) এ নির্দেশ দেন।

মনজিল মোরসেদ বলেন, ‘টেকনো ড্রাগস লিমিটেডসহ ২৮ কোম্পানির ওষুধ প্রস্তুতে ত্রুটি নিয়ে হাইকোর্টে রিট করি।

গত ০৩ এপ্রিল হাইকোর্ট টেকনো ড্রাগসের জিএমপি সক্ষমতা নির্ধারণে বিশ্ব স্বাস্থ্য সংস্থার একজন প্রতিনিধিসহ ৫ সদস্যের কমিটি করে দেন। পরে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধি ছাড়া গঠিত চার সদস্যের কমিটি টেকনো ড্রাগসের পক্ষে রিপোর্ট প্রদান করলে তা আদালতে চ্যালেঞ্জ করি’।

বুধবার (২৬ জুলাই) এ বিষয়ে শুনানি শেষে আদালত কক্ষের গেটে আসার সঙ্গে সঙ্গে টেকনো ড্রাগসের দুই তিনজন লোক আমাকে হত্যার হুমকি দিয়ে বলেন, ‘তোরে আজকেই মজা দেখাবো’। এবং গালিগালাজ করেন’।

তিনি বলেন, ‘এ ঘটনায় আমি ভীষণভাবে নিরপাত্তাহীনতা অনুভব করে শাহবাগ থানায় জিডিও করি। ওই কোম্পানির লোকজন যেকোনো সময় আমার  ও আমার পরিবারের সদস্যদের ওপর প্রতিশোধমূলক ব্যবস্থা নিয়ে জান-মালের ক্ষতি করতে পারেন উল্লেখ করে জিডিতে এর প্রতিকার চাই’।

‘পাশাপাশি সংশ্লিষ্ট আদালতকে অবহিত করার পর  জড়িতদের বৃহস্পতিবার হাইকোর্টে হাজির করতে শাহবাগ থানার ওসিকে নির্দেশ দেন হাইকোর্ট’।

মনজিল মোরসেদ বলেন, ওসি জড়িতদের হাইকোর্টে হাজির করতে পারেননি। তবে হুমকিদাতাদের একজন টেকনো ড্রাগসের কর্মকর্তা কাজী মামুনের বিরুদ্ধে ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

বাংলাদেশ সময়: ১৬১৮ ঘণ্টা, জুলাই ২৮, ২০১৭
ইএস/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।