ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

আইন ও আদালত

বরিশালে দুদকের মামলায় সওজ প্রকৌশলী কারাগারে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৯ ঘণ্টা, আগস্ট ১০, ২০১৭
বরিশালে দুদকের মামলায় সওজ প্রকৌশলী কারাগারে

বরিশাল: দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় বরিশালের সড়ক ও জনপথের (সওজ) উপ-সহকারী প্রকৌশলী নুরুল আমিন সিকদারকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

 

মামলায় উচ্চ আদালত থেকে জামিনে ছিলেন প্রকৌশলী নুরুল আমিন সিকদার। বৃহস্পতিবার (১০ আগস্ট) মামলা গ্রহণের বিষয়ে শুনানির ধার্য দিনে বিচারিক আদালতে হাজির হয়ে ফের জামিনের আবেদন জানান তিনি।

বরিশালের জ্যেষ্ঠ বিশেষ জজ সৈয়দ এনায়েত হোসেনের আদালত এ আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

নুরুল আমিন সিকদার নগরীর আলেকান্দা এলাকার বাসিন্দা ও উজিরপুর উপজেলার ইয়াকুব আলী সিকদারের ছেলে।

আদালতের বেঞ্চ সহকারী মো. ফারুক বাংলানিউজকে জানান, প্রকৌশলী নুরুল আমিনের স্থাবর ও অস্থাবর সম্পত্তির বিবরণ চেয়ে নোটিশ দেয় দুদক। নোটিশের পরিপ্রেক্ষিতে তিনি দুদকে ৮৪ লাখ ৬২ হাজার ১৮ টাকার সম্পদ অর্জনের হিসাব দাখিল করেন। পরে দুদক তদন্তে নেমে অতিরিক্ত আরও ৩৩ লাখ ৩৯ হাজার ৬৪১ টাকা সম্পদ অর্জনের প্রমাণ পায়।

জ্ঞাত আয় বর্হিভূত সম্পদ অর্জন ও তথ্য গোপনের অভিযোগে ২০০৯ সালের ২৮ অক্টোবর বরিশাল মহানগর পুলিশের কোতোয়ালি মডেল থানায় দুর্নীতির মামলাটি করেন দুদকের সহকারী পরিচালক এ এইচ রহমাতুল্লাহ।

বাংলাদেশ সময়: ১৯৩০ ঘণ্টা, আগস্ট ১০, ২০১৭
এমএস/ওএইচ/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।