ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

আইন ও আদালত

হজযাত্রার অব্যবস্থাপনা নিয়ে হাইকোর্টে রিট

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৩২ ঘণ্টা, আগস্ট ১৩, ২০১৭
হজযাত্রার অব্যবস্থাপনা নিয়ে হাইকোর্টে রিট

ঢাকা: হজযাত্রার অব্যবস্থাপনা নিয়ে তদন্ত কমিশন গঠনের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে পররাষ্ট্র মন্ত্রণালয়কে সৌদি সরকারের সঙ্গে যোগাযোগ করে  ভিসা সংক্রান্ত জটিলতা দূরীকরণে পদক্ষেপ নেওয়ারও নির্দেশনা চাওয়া হয়েছে।

রিট আবেদনে যারা হজে যেতে পারেননি তাদেরকে বিশেষ বিমানে পাঠানোর নির্দেশনাও চাওয়া হয়েছে।

রোববার (১৩ আগস্ট)  হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের পক্ষে অ্যাডভোকেট মনজিল মোরসেদ রিটটি দায়ের করেন।

অ্যাডভোকেট মনজিল মোরসেদ  জানান, বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি মো. আতাউর রহমান খানের হাইকোর্ট বেঞ্চে দুপুরের পর রিট আবেদনটির শুনানি হতে পারে।

বাংলাদেশ সময়: ১১৩০ ঘণ্টা, আগস্ট ১৩, ২০১৭
এমএএম/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।