ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

আইন ও আদালত

আইসিডিডিআরবিতে স্বাস্থ্য পরীক্ষা প্রধান বিচারপতির

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯০৫ ঘণ্টা, অক্টোবর ৮, ২০১৭
আইসিডিডিআরবিতে স্বাস্থ্য পরীক্ষা প্রধান বিচারপতির প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা (ফাইল ফটো)

ঢাকা: রাজধানীর মহাখালী ইন্টারন্যাশনাল সেন্টার ফর ডায়রিয়াল ডিজিজ রিসার্চ অব বাংলাদেশ (আইসিডিডিআরবি) হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা করিয়েছেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা।

রোববার (০৮ অক্টোবর) সকাল সাড়ে সাতটার দিকে হেয়ার রোডের সরকারি বাসভবন থেকে বের হয়ে হাসপাতালে যান তিনি। সেখানে বেশ কয়েকটি পরীক্ষা-নিরীক্ষা শেষে সকাল ৯টার দিকে বাসায় ফিরে যান।

অসুস্থতার কারণে গত ০৩ অক্টোবর থেকে একমাসের ছুটিতে আছেন প্রধান বিচারপতি।

বাংলাদেশ সময়: ১৫০৬ ঘণ্টা, অক্টোবর ০৮, ২০১৭
ইএস/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।