ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

আইন ও আদালত

বরিশালে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের বিক্ষোভ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪২ ঘণ্টা, অক্টোবর ১০, ২০১৭
বরিশালে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের বিক্ষোভ বরিশালে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের বিক্ষোভ, ছবি: বাংলানিউজ

বরিশাল: প্রধান বিচারপতি এসকে সিনহাকে 'গৃহবন্দী' করার প্রতিবাদে ও স্বাধীন বিচারব্যবস্থা প্রতিষ্ঠার দাবিতে বরিশালে বিক্ষোভ মিছিল করেছেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতারা।

মঙ্গলবার (১০ অক্টোবর) দুপুর ১টার দিকে সপ্তাহব্যাপী কর্মসূচির আওতায় নগরের ডিসি অফিস সংলগ্ন শহীদ আব্দুর রব সেরনিয়াবাত আইনজীবী ভবনের সামনে থেকে একটি মিছিল বের হয়।

মিছিলে উপস্থিতি ছিলেন বিএনপিপন্থী আইনজীবী অ্যাডকোকেট এনায়েত হোসেন বাচ্চু, অ্যাড মোখলেছুর রহমান বাচ্চু, অ্যাড পারভেজ আকন বিপ্লব প্রমুখ।

মিছিলটি ফজলুল হক অ্যাভিনিউ হয়ে বরিশাল জেলা ও দায়রা জজ আদালত চত্বরের জেলা আইনজীবী সমিতি ভবনের সামনে গিয়ে শেষ হয়।

পরে সেখানে নেতাকর্মীরা জড়ো হয়ে আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে বিভিন্ন ধরনের স্লোগান দিয়ে সংক্ষিপ্ত সমাবেশ করার প্রস্তুতি নেয়।

ওইসময় আওয়ামীপন্থী আইনজীবীরা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সদস্যদের সেখান এসে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের ব্যানারে টেনে নেওয়ার চেষ্টা করেন। এতে উভয়পক্ষের মধ্যে হাতাহাতি, ছবি: বাংলানিউজহওয়ার একপর্যায়ে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতারা সরে যান।

এর আগে গত দু’দিনে আওয়ামীপন্থী আইনজীবীদের বাধায় আদালত চত্বর মিছিল ও মানববন্ধন করতে পারেনি জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম।

বাংলাদেশ সময়: ১৬৪১ ঘণ্টা, অক্টোবর ১০, ২০১৭
এমএস/এএটি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।