ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

আইন ও আদালত

অ্যাকর্ড-এর কার্যক্রম ৩ বছর বাড়ানোর সিদ্ধান্ত স্থগিত

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩৩ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০১৭
অ্যাকর্ড-এর কার্যক্রম ৩ বছর বাড়ানোর সিদ্ধান্ত স্থগিত

ঢাকা: পোশাক কারখানা পরিদর্শনে ইউরোপীয় ক্রেতাদের জোট ‘অ্যাকর্ড অন ফায়ার অ্যান্ড বিল্ডিং সেফটি ইন বাংলাদেশ’ কার্যক্রম অনুমোদন ছাড়া আরও তিন বছর বাড়ানোর বিষয়ে সিদ্ধান্ত স্থগিত করেছেন হাইকোর্ট।

এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে রোববার (১৫ অক্টোবর) বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি মোহাম্মদ উল্লাহর হাইকোর্ট বেঞ্চ রুলসহ এ আদেশ দেন।
 
আদালতে আবেদনের পক্ষে ছিলেন ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস, ব্যারিস্টার মেহেদী হাসান চৌধুরী ও ব্যারিস্টার ইমতিয়াজ মঈনুল ইসলাম।

আদালতে রিট আবেদনটি দায়ের করেন বাংলাদেশ ন্যাশনাল গার্মেন্টস ওয়াকার্স এমপ্লয়িজ লীগের পক্ষে সভাপতি লিমা ফেরদৌস।

ব্যারিস্টার ইমতিয়াজ মঈনুল ইসলাম সাংবাদিকদের বলেন, সরকার, মালিকপক্ষ ও শ্রমিকদের অনুমোদন না দিয়ে অ্যাকর্ড চলতি বছরের ২১ জুন তাদের কার্যক্রমের মেয়াদ তিন বছর বাড়ায়।  এর বিরুদ্ধে রিট আবেদনের পর আদালত রুলসহ তিন বছর মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত স্থগিত করেন।  

রুলে সরকার, মালিকপক্ষ ও শ্রমিকদের অনুমোদন না নিয়ে মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত কেন অবৈধ হবে  না তা জানতে চেয়েছেন।

২০১৩ সালে রানা প্লাজা দুর্ঘটনার পর বাংলাদেশি কারখানা পরিদর্শনে ইউরোপীয় ২২৮টি ক্রেতার সমন্বয়ে গঠিত জোট হচ্ছে অ্যাকর্ড অন ফায়ার অ্যান্ড বিল্ডিং সেফটি ইন বাংলাদেশ।
 
এসব ক্রেতা ও ব্র্যান্ডের পোশাক তৈরি করে-এমন এক হাজার ৬০০ কারখানা ভবনের কাঠামো, অগ্নি ও বৈদ্যুতিক নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে এখন সংস্কার কাজ তদারকি করছে প্রতিষ্ঠানটি। আগামী বছরের জুনের পর তাদের কার্যক্রম শেষ হওয়ার কথা।

এর মধ্যে  এ কার্যক্রম আরও তিন বছর বাড়ানোর বিষয়ে প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি। এরপরই ইইউ রাষ্ট্রদূতসহ কয়েকটি দেশের রাষ্ট্রদূতের কাছে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ এ বিষয়ে সরকারের আপত্তির বিষয়টি জানিয়েছেন।

বাংলাদেশ সময়: ১৬৩০ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০১৭/ আপডেট: ১৮২৪ ঘণ্টা
ইএস/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।