ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

আইন ও আদালত

হোসেনপুরে জাটকা বিক্রির দায়ে জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০৬ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০১৭
হোসেনপুরে জাটকা বিক্রির দায়ে জরিমানা হোসেনপুরে জাটকা বিক্রির দায়ে জরিমানা

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলায় জাটকা বিক্রির দায়ে মো. কাঞ্চন মিয়া নামে এক বিক্রেতাকে এক হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এসময় ২ কেজি ৮শ’ গ্রাম জাটকা জব্দ করা হয়।  

সোমবার (১৬ অক্টোবর) দুপুরে উপজেলার স্থানীয় রামপুর বাজার থেকে তাকে জাটকাসহ আটক করেন জেলা মৎস্য কর্মকর্তা মো. আমিনুল ইসলাম।

পরে হোসেনপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের কার্যালয়ে তাকে হাজির করা হয়।

এসময় দোষ স্বীকার করায় ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল মামুন জাটকা জব্দসহ তার কাছ থেকে এক হাজার টাকা জরিমানা আদায় করেন।

এসময় উপস্থিত ছিলেন-ভারপ্রাপ্ত উপজেলা মৎস্য কর্মকর্তা নজরুল ইসলাম।

জরিমানাপ্রাপ্ত মাছ বিক্রেতা হলেন-কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ উপজেলার নন্দীপাড়া এলাকার মো. কাদির মিয়ার ছেলে কাঞ্চন মিয়া।  

জেলা মৎস্য কর্মকর্তা মো. আমিনুল ইসলাম বাংলানিউজকে জানান, মৎস্য সংরক্ষণ আইন ১৯৫০ এর আওতায় এসময়ে জাটকা পরিবহন, মজুদ ও বিক্রয় করা সস্পূর্ণ নিষিদ্ধ। আর তাই এ অভিযান চালানো হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৫৫৫ ঘণ্টা, ১৬ অক্টোবর, ২০১৭
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।