ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

আইন ও আদালত

সুপ্রিম কোর্টের ফুল কোর্ট সভা

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৫ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০১৭
সুপ্রিম কোর্টের ফুল কোর্ট সভা সুপ্রিম কোর্ট

ঢাকা: উভয় বিভাগের বিচারপতিদের অংশগ্রহণে সুপ্রিম কোর্টের ফুল কোর্ট সভা সোমবার (১৬ অক্টোবর) অনুষ্ঠিত হয়েছে।

সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে প্রায় ঘণ্টাব্যাপী অনুষ্ঠিত বৈঠকে সভাপতিত্ব করেন দায়িত্বপ্রাপ্ত প্রধান বিচারপতি মো. আবদুল ওয়াহহাব মিঞা।

সভায় সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতিরা অংশ নেন।

সভায় গত শনিবার (১৪ অক্টোবর) দেওয়া সু্প্রিম কোর্টের বক্তব্যের প্রেক্ষাপট অবহিত করা হয়েছে বলে জানা গেছে।

সুপ্রিম কোর্টের ওই বক্তব্যে বলা হয়েছে, ‘রাষ্ট্রপতি প্রধান বিচারপতি এস কে সিনহার বিরুদ্ধে ১১টি সুনির্দিষ্ট অভিযোগ সম্বলিত দালিলিক তথ্যাদি আপিল বিভাগের পাঁচ বিচারপতির কাছে হস্তান্তর করেছেন। এর মধ্যে বিদেশে অর্থপাচার, আর্থিক অনিয়ম, দুর্নীতি, নৈতিক স্খলনসহ আরও সুনির্দিষ্ট গুরুতর অভিযোগ রয়েছে’।

রোববার (১৫ অক্টোবর) সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে  সভার বিজ্ঞপ্তি জারি করা হয়।
হাইকোর্ট বিভাগের ডেপুটি রেজিস্ট্রার (প্রশাসন ও বিচার) মো. আজিজুল হক স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, নির্দেশিত হয়ে জানানো যাচ্ছে যে, আগামী ১৬ অক্টোবর সোমবার বেলা চারটায় সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতিদের অংশগ্রহণে সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে ফুলকোর্ট সভা অনুষ্ঠিত হবে’।  

বিচারপতি মো. আব্দুল ওয়াহ্‌হাব মিঞা প্রধান বিচারপতির কার্যভার পালনের দায়িত্বপ্রাপ্ত হওয়ার পর এটি দ্বিতীয় ফুলকোর্ট সভা। এর আগে গত ০২ অক্টোবর রাতে দায়িত্ব পেয়ে পরদিন ০৩ অক্টোবর প্রথম কার্যদিবসেই ফুলকোর্ট সভা করেন তিনি।

বাংলাদেশ সময়: ১৮৫৫ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০১৭
ইএস/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।