ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

আইন ও আদালত

নারায়ণগঞ্জে বিস্ফোরক আইনে ৩ জেএমবির রায় ১৩ নভেম্বর

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৭ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০১৭
নারায়ণগঞ্জে বিস্ফোরক আইনে ৩ জেএমবির রায় ১৩ নভেম্বর ৩ জেএমবি সদস্য

নারায়ণগঞ্জ: মৃত্যুদণ্ডপ্রাপ্ত জেএমবি সদস্য সাইফুল ইসলামসহ তিন জেএমবির বিরুদ্ধে রূপগঞ্জ থানায় একটি বিস্ফোরক আইনের মামলায় যুক্তিতর্ক শেষ হয়েছে। রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের যুক্তিতর্ক শুনানি শেষে আদালত আগামী ১৩ নভেম্বর রায় ঘোষণার দিন ধার্য করেছেন। 

মঙ্গলবার (১৭ অক্টোবর) বিকেলে নারায়ণগঞ্জ ৭ নম্বর বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মোসাম্মৎ কামরুন নাহারের আদালত রায় ঘোষণার দিন ধার্য করেন। অপর দুই আসামিরা হলেন-তৈয়বুর রহমান ও আব্দুল আল নাঈম।

 

আসামি তৈয়বুর রহমানের পক্ষে অ্যাডভোকেট তারাজ উদ্দিন যুক্তি তুলে ধরেন। অপর দুই আসামি নিজেরাই নিজেদের নির্দোষ দাবি করে যুক্তি তুলে ধরেন।

অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) জাসমীন আহমেদ জানান, ২০০৭ সালের ৭ জানুয়ারি রূপগঞ্জ উপজেলার হিরানাল গ্রামের আজিম উদ্দিনের বাড়িতে অভিযান চালায় র‌্যাব। এসময় আজিম উদ্দিনের ছেলে আব্দুল আল নাঈম, একই এলাকার মিলন মোল্লার ছেলে তৈয়বুর রহমান ও বন্দর উপজেলার ফরাজিকান্দা গ্রামের মৃত কামাল উদ্দীনের ছেলে সাইফুল ইসলামকে আটক করে। এরপর ওই বাড়ি থেকে ৩০টি হ্যান্ড গ্রেনেড উদ্ধার করা হয়। এ ঘটনায় আদমজীনগর র‌্যাব-১১ এর ডিএডি আ. ছালাম বাদী হয়ে বিস্ফোরক আইনে মামলা করেন। এ মামলায় সাক্ষ্যগ্রহণ ও যুক্তির্তক শেষে রায় ঘোষণার দিন ধার্য করেছেন আদালত।

আসামি সাইফুল ইসলাম নিজেকে কিশোর দাবি করে বলেন, যখন র‌্যাব আমাকে গ্রেফতার করে তখন আমি বন্দর বিএম উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র ছিলাম। আমি কিশোর হিসেবে যে আইনি সহযোগিতা পাবো সেটি পাচ্ছি না।

বাংলাদেশ সময়: ১৮২৭ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০১৭
আরআর


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।