ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

আইন ও আদালত

সহকারী অ্যাটর্নি জেনারেল পদে নিয়োগ পেলেন ২৫ আইনজীবী

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২২ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০১৭
সহকারী অ্যাটর্নি জেনারেল পদে নিয়োগ পেলেন ২৫ আইনজীবী

ঢাকা: সুপ্রিম কোর্টের ২৫ আইনজীবীকে সহকারী অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।

বৃহস্পতিবার (১৯ অক্টোবর) আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের সলিসিটার অনুবিভাগ থেকে তাদের নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

নতুন নিয়োগপ্রাপ্ত সহকারী অ্যাটর্নি জেনারেলরা হলেন- নাজমা আফরিন, মো. আলতাফ হোসেন আমানি, কালীপদ মৃধা, মিয়া সিরাজুল ইসলাম, আঞ্জুমান আরা বেগম, মো. মিজানুর রহমান, মফিজ উদ্দীন, রোকেয়া আক্তার, অবন্তি নুরুল, মোহাম্মদ সাইফুল আলম, মাহফুজা বেগম সাইদা, ফাতেমা রশিদ, সৈয়দা শবনম মুস্তারি, মো. তওফিক সাজাওয়ার, মো. হাতেম আলী, মুহাম্মদ শাহীন মৃধা, আলী আকবর খান, মো. সেলিম আজাদ, আলেয়া খন্দকার, মারুফা আক্তার, একেএম আলমগীর ফারভেজ ভূঞা, জায়েদী হাসান খান, মাহফুজুর রহমান, কাজী বশির আহমেদ ও সাবিনা পারভীন।


এ নিয়ে সহকারী অ্যাটর্নি জেনারেলের সংখ্যা দাঁড়ালো ১২১ জনে। এর আগে গত ১২ জুন ২৩ জনকে সহকারী অ্যাটর্নি জেনারেলকে অব্যাহতি দেওয়া হয়। এরপর  ওই পদে নতুন ২৭ আইনজীবীকে নিয়োগ দেয় সরকার।

বাংলাদেশ সময়: ২০২০ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০১৭
ইএস/এমএ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।