ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

আইন ও আদালত

সাতক্ষীরার এসপিকে হাইকোর্টে তলব

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৭ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৭
সাতক্ষীরার এসপিকে হাইকোর্টে তলব

ঢাকা: আদালতের আদেশ পালন না করায় সাতক্ষীরার পুলিশ সুপার (এসপি) ও আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) তলব করেছেন হাইকোর্ট।

রোববার (২৯ অক্টোবর) বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুর ও বিচারপতি এ কে এম সাহিদুল হকের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আগামী ২ নভেম্বর এসপি ও ওসিকে সশরীরে আদালতে হাজির হয়ে তাদের ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

 
 
হাইকোর্ট সূত্র জানা যায়, মিথ্যা তথ্য দিয়ে আশাশুনি উপজেলার ভূমিহীনদের জন্য বরাদ্দ জমি নিয়ে নেওয়ায় সংশ্লিষ্টদের গ্রেফতার করে আদালতে হাজির করতে গত ২২ অক্টোবর নির্দেশ দিয়েছিলেন হাইকোর্ট। রোববার ছিল হাজির হওয়ার নির্ধারিত দিন।

কিন্তু ওই দুই পুলিশ কর্মকর্তা এ আদেশ পালন করেননি। এমনকি এ বিষয়ে আদালতে কোনো প্রতিবেদনও দেননি। এ কারণে ওই দুই পুলিশ কর্মকর্তাকে তলব করা হয়েছে।

একই সঙ্গে যারা মিথ্যা তথ্য নিয়ে জমি বরাদ্দ নিয়েছেন তা বাতিল করতে কী পদক্ষেপ নেওয়া হয়েছে সে বিষয়ে জেলা প্রশাসক ও আশাশুনি উপজেলা ভূমি কর্মকর্তাকে প্রতিবেদন দাখিল করতে নির্দেশ দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ২০৪১ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৭
ইএস/এমএ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।