ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

আইন ও আদালত

পিন্টুর স্ত্রীর চার্জ শুনানি পিছিয়েছে

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬১২ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৭
পিন্টুর স্ত্রীর চার্জ শুনানি পিছিয়েছে আদালত থেকে বেরিয়ে আসছেন পিন্টুর স্ত্রী নাসিমা আক্তার কল্পনা। ছবি: মবিনুল ইসলাম

ঢাকা: নাশকতা ও বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় বিএনপির প্রয়াত নেতা নাসির উদ্দিন আহমেদ পিন্টুর স্ত্রী নাসিমা আক্তার কল্পনাসহ ৬৯ আসামির বিরুদ্ধে চার্জ শুনানি পিছিয়েছেন ট্রাইব্যুনাল।

মঙ্গলবার (৩১ অক্টোবর) মামলাটির চার্জ শুনানির জন্য দিন ধার্য ছিল। কিন্তু আসামিপক্ষে সময়ের আবেদন করলে ঢাকা ছয় নম্বর মহানগর বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মো. নুরুল আমিন বিপ্লব আগামি ৪ ফেব্রুয়ারি চার্জ শুনানির নতুন দিন ধার্য করেন।

মামলার উল্লেখযোগ্য আসামিরা হলেন, নাসির উদ্দিন আহমেদ পিন্টুর স্ত্রী নাসিমা আক্তার কল্পনা, লালবাগ থানা বিএনপি সভাপতি হাজী আলতাফ হোসেন, থানা ছাত্রদল সভাপতি ইকবাল হোসেন স্বপন, থানা যুবদল সভাপতি তাসাদ্দেক হোসেন বাবলু, সাধারণ সম্পাদক আলমগীর হোসেন সেলিম, থানা স্বেচ্ছাসেবক দল সভাপতি শফিউদ্দিন সেন্টু, থানা বিএনপির যুগ্ম আহবায়ক সাঈদ হাসান সোহেল, মহিলা কমিশনার নাসরিন আক্তার পুতুল প্রমুখ।

২০১৩ সালের ৫ নভেম্বর পিলখানা হত্যাযজ্ঞ মামলায় রায় ঘোষণা হলে ৭ নভেম্বর মিছিল বের করে লালবাগ থানা বিএনপি ও তার অঙ্গ সংগঠন। মিছিলটি লালবাগ থানাধীন কবরস্থান রোডের সামনে এলে তারা পিন্টুর বিরুদ্ধে দেয়া অবৈধ রায় মানি না মানব না স্লোগান দিয়ে একটি বিআরটিসি গাড়ি ভাংচুর ও অগ্নিসংযোগ করে। তাদের বিরুদ্ধে পুলিশের উপর ককটেল নিক্ষেপেরও অভিযোগ আনা হয়।

এ ঘটনায় লালবাগ থানা পুলিশের উপপরিদর্শক আব্দুল হাকিম ৬২ জনের নাম উল্লেখ করে লালবাগ থানায় এ মামলা দায়ের করেন।

ঘটনাটি তদন্ত করে ২০১৬ সালের ২৯ সেপ্টেম্বর লালবাগ থানা পুলিশের এসআই বিমল চন্দ্র গাইন ৬৯ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন।

এ মামলায় ৪২ আসামি জামিনে ও বাকিরা পলাতক আছেন।

বাংলাদেশ সময়: ১২১০ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৭
এমআই/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।