ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

আইন ও আদালত

নাটোর আদালতে ৩ হাজার ৭৩ মামলা বিচারাধীন

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২৭ ঘণ্টা, নভেম্বর ১, ২০১৭
নাটোর আদালতে ৩ হাজার ৭৩ মামলা বিচারাধীন

নাটোর: নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ আলাদা করার পর নাটোরের নয়টি জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে বর্তমানে তিন হাজার ৭৩টি মামলা বিচারাধীন রয়েছে।

২০০৭ সালে পাঁচ হাজার ৯৬৬টি মামলা নিয়ে নাটোরে নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ পৃথক করার পর কার্যক্রম শুরু হয়। ২০০৮ সালে এসব আদালতে মামলা সংখ্যা হয় সাত হাজার ৫৭৭।

দীর্ঘদিন মামলার বিচার প্রক্রিয়া শেষে ২০১৬ সালের জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত মোট মামলার সংখ্যা দাঁড়ায় তিন হাজার ৪৮৬টিতে।

একই বছরে নতুনভাবে আরো এক হাজার ৮৫৩টি মামলা রুজু হয়। এতে মোট মামলা সংখ্যা হয় পাঁচ হাজার ৩৩৯টি। ওই বছরই দুই হাজার ৩২৮টি মামলা নিষ্পত্তির পর বিচারাধীন মামলার জের দাঁড়ায় তিন হাজার ১১টিতে।  

চলতি ২০১৭ সালের অক্টোবর পর্যন্ত নয়টি আদালতে মোট দুই হাজার ৮৩৬টি মামলা বিচারাধীন রয়েছে। আর নতুনভাবে হয়েছে দুই হাজার ৬৭৩টি মামলা।

এতে মোট মামলা সংখ্যা দাঁড়ায় পাঁচ হাজার ৫০৯টিতে। এর মধ্যে দুই হাজার ৪৩৬টি মামলা নিষ্পত্তি শেষে বর্তমানে তিন হাজার ৭৩টি মামলা আদালতে বিচারাধীন রয়েছে।

বুধবার (০১ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে জেলা জজ আদালতের সম্মেলন কক্ষে আয়োজিত বিচার বিভাগ পৃথকীকরণের দশম বছর পূর্তি উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এসব তথ্য জানানো হয়।

চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হাবিবুর রহমান সিদ্দিকীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিনিয়র জেলা ও দায়রা জজ মো. রেজাউল করিম।

এসময় আরো বক্তব্য রাখেন- অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. হাসানুজ্জামান, জজ কোর্টের পাবলিক প্রসিকিউটর (পিপি) সিরাজুল ইসলাম, স্পেশাল পাবলিক প্রসিকিউটর শাজাহান কবির, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট রুহুল আমিন তালুকদার টগর, নাটোর প্রেসক্লাবের সভাপতি জালাল উদ্দিন প্রমুখ।

এসময় নাটোরের বিচারক, আইনজীবী, সাংবাদিক ও বিভিন্ন পর্যায়ের সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৫২৬ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৭
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।