ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

আইন ও আদালত

ছাড়া পেলেন বিশ্বজিৎ হত্যা মামলার ৩ আসামি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৬ ঘণ্টা, নভেম্বর ৭, ২০১৭
ছাড়া পেলেন বিশ্বজিৎ হত্যা মামলার ৩ আসামি

গাজীপুর: হাইকোর্টের রায়ে খালাসপ্রাপ্ত বিশ্বজিৎ দাস হত্যা মামলার ৩ আসামি গাজীপুরের কাশিমপুর হাইসিকিউরিটি কারাগার থেকে মুক্তি পেয়েছেন। তারা হচ্ছেন- সাইফুল ইসলাম, এ এইচ এম কিবরিয়া ও গোলাম মোস্তফা।

মঙ্গলবার (০৭ নভেম্বর) বিকেল সোয়া ৪টার দিকে ওই তিনজন কারামুক্ত হন।

কাশিমপুর হাইসিকিউরিটি কারাগার সূত্রে জানা গেছে, বিশ্বজিৎ দাস হত্যার দায়ে সাইফুল ইসলামকে মৃত্যুদণ্ড এবং এ এইচ এম কিবরিয়া ও গোলাম মোস্তফাকে যাবজ্জীবন কারাদণ্ড দেন বিচারিক আদালত।

আপিলের পর ওই ৩ আসামিকে খালাস দেন হাইকোর্ট।

হাইকোর্টের রায় পৌঁছালে যাচাই-বাছাই শেষে তাদেরকে মুক্তি দেন কারা কর্তৃপক্ষ।  

কাশিমপুর হাইসিকিউরিটি কারাগারের সিনিয়র জেল সুপার মো. মিজানুর রহমান জানান, ২০১২ সাল থেকে বিশ্বজিৎ হত্যা মামলার ওই তিন আসামি হাইসিকিউরিটি কারাগারে বন্দি ছিলেন।

মুক্তিপ্রাপ্ত সাইফুল ইসলাম (২৪) নরসিংদীর মনোহরদী উপজেলার চন্দনবাড়ি এলাকার আব্দুল হাইয়ের ছেলে, এ এইচ এম কিবরিয়া (৩১) বরিশালের আগৈলঝাড়া উপজেলার চেংগুটিয়ার এলাকার আতিকুর রহমানের ছেলে এবং গোলাম মোস্তফা (২৬) মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার রাজইর এলাকার আশেক উদ্দিনের ছেলে।

২০১২ সালের ০৯ ডিসেম্বর খুন হন পুরান ঢাকার দর্জি দোকানি বিশ্বজিৎ দাস।

বাংলাদেশ সময়: ১৭১৪ ঘণ্টা, নভেম্বর ০৭, ২০১৭     
আরএস/এসআই/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।