ঢাকা, বুধবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

আইন ও আদালত

সারচার্জ নিয়ে আপিলের অনুমতি

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৪৪ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০১৭
সারচার্জ নিয়ে আপিলের অনুমতি

ঢাকা: সারচার্জ আরোপ ও আদায় সাংবিধানিক- হাইকোর্টের এমন রায়ের বিরুদ্ধে আপিলের অনুমতি দিয়েছেন আপিল বিভাগ।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) দায়িত্বপ্রাপ্ত প্রধান বিচারপতি মো. আবদুল ওয়াহ্‌হাব মিঞার নেতৃত্বাধীন পাঁচ সদস্যের আপিল বেঞ্চ লিভ টু আপিল মঞ্জুরের আদেশ দেন।

অর্থ আইন অনুসারে প্রদেয় সারচার্জের বিধান নিয়ে ২০১১ সালের পর থেকে হাইকোর্টে রিট দায়ের করেছেন বিভিন্ন ব্যবসায়ী।

ওইসব রিটের শুনানি নিয়ে হাইকোর্ট রুল জারি করেছিলেন।

গত বছরের ১২ জানুয়ারি হাইকোর্ট সারচার্জ আরোপের বিধান সাংবিধানিক ঘোষণা করে রায় দেন।

এ রায়ের বিরুদ্ধে বিভিন্ন ব্যবসায়ী হাইকোর্টে লিভ টু আপিল (আপিলের অনুমিত চেয়ে) দায়ের করেন।

আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সরদার রাশেদ জাহাঙ্গীর। ব্যবসায়ীদের পক্ষে ছিলেন আইনজীবী ফিদা এম কামাল।   

পরে সরদার রাশেদ জাহাঙ্গীর বলেন, আদালত আবেদনকারীদের লিভ মঞ্জুর করেছেন। একইসঙ্গে আদালত বলেছেন, সারচার্জ আদায়ও অব্যাহত থাকবে।

বাংলাদেশ সময়: ১৩১৫ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০১৭
ইএস/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।