ঢাকা, সোমবার, ১ আশ্বিন ১৪৩১, ১৬ সেপ্টেম্বর ২০২৪, ১২ রবিউল আউয়াল ১৪৪৬

আইন ও আদালত

আদিতমারীতে ৩ জুয়াড়ির কারাদণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৪ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১৭
আদিতমারীতে ৩ জুয়াড়ির কারাদণ্ড কারাদণ্ডের আদেশ প্রাপ্ত ৩ জুয়াড়ি।

লালমনিরহাট: লালমনিরহাটের আদিতমারী উপজেলায় প্রকাশ্যে জুয়া খেলার দায়ে ৩ জুয়াড়িকে ৭ দিন করে কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (২৮ নভেম্বর) বিকেলে ভ্রাম্যমাণ আদালতের বিচারক আদিতমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসাদুজ্জামান এ দণ্ডাদেশ দেন।

দণ্ডাদেশ প্রাপ্তরা হলেন- উপজেলার ভাদাই ইউনিয়নের নিজপাড়া গ্রামের প্রফুল্ল চন্দ্রের ছেলে কৃষ্ণ রায় (৩৬), একই ইউনিয়নের আদর্শপাড়া গ্রামের শমসের আলীর ছেলে নুর আলম (২৩) ও আফসার আলীর ছেলে শাহ আলম (২৯)।

আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হরেশ্বর রায় বাংলানিউজকে জানান, নিজপাড়ায় জুয়ার আসর বসেছে-এমন খবরের ভিত্তিতে পুলিশ সেখানে অভিযান চালিয়ে ওই ৩ জুয়াড়িকে আটক করে। বিকেলে তাদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। এসময় জুয়াড়িরা তাদের অপরাধ স্বীকার করলে এ দণ্ডাদেশ দেন বিচারক।

বাংলাদেশ সময়: ২১০১ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১৭
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।