ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

আইন ও আদালত

মিলার মানহানির মামলায় শাশুড়ি-দেবরের জামিন

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০০ ঘণ্টা, ডিসেম্বর ৬, ২০১৭
মিলার মানহানির মামলায় শাশুড়ি-দেবরের জামিন

ঢাকা: কণ্ঠশিল্পী তাসবিহা বিনতে শহীদ মিলা ইসলামের মানহানির মামলায় তার শাশুড়ি আফরোজা নাসিরসহ ৩ জন আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন। 

বুধবার (০৬ ডিসেম্বর) ঢাকা মহানগর হাকিম সরাফুজ্জামান আনছারীর আদালতে তারা জামিন আবেদন করলে ৫ হাজার টাকা মুচলেকায় বিচারক জামিন মঞ্জুর করেন।

জামিনপ্রাপ্ত আসামিরা হলেন, মিলার দেবর এসএম আর রহমান বাপ্পি ও একটি অনলাইন নিউজপোর্টালের সম্পাদক আমিরুল ইসলাম।

মামলার অপর আসামি মিলার দেবরের স্ত্রী আফরোজা রহমান লাবনী। তিনি এদিন আদালতে হাজির হননি।

গত ১৭ অক্টোবর মিলা একই আদালতে এ মামলা দায়ের করলে বিচারক সেটি আমলে নিয়ে আসামিদের আদালতে হাজির হতে সমন জারি করেন।

মামলায় বলা হয়, আসামিরা পরস্পর যোগসাজশে গত ৭, ৯ ও ১০ অক্টোবর অনলাইনে বাদীনিকে নিয়ে বিভিন্ন মানহানিকার সংবাদ প্রকাশ করেছেন। যাতে তার সুনাম ক্ষুণ্ন হয়।

এর আগে মিলা গত ৫ অক্টোবর রাজধানীর উত্তরা পশ্চিম থানায় মারধর ও যৌতুকের অভিযোগে স্বামী পারভেজ সানজারির বিরুদ্ধে মামলাটি দায়ের করেন। মামলা দায়ের পরই সানজারিকে গ্রেফতার করে পুলিশ। ওই মামলায় সে বেশ কিছুদিন কারাভোগের পর জামিন পান।

একটি বেসরকারি এয়ারলাইন্সের পাইলট পারভেজ সানজারির সঙ্গে দীর্ঘদিন ধরে মিলার প্রেমের সম্পর্কের পর গত ১২ মে তারা বিয়ে করেন।

বাংলাদেশ সময়: ১৯৫১ ঘণ্টা, ডিসেম্বর ০৬, ২০১৭
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।