ঢাকা, শুক্রবার, ৬ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

আইন ও আদালত

এনআরবিসি ব্যাংকের এমডি অপসারণ আপিলে বহাল

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬১৯ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৮
এনআরবিসি ব্যাংকের এমডি অপসারণ আপিলে বহাল

ঢাকা: এনআরবি কমার্শিয়াল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) দেওয়ান মুজিবুর রহমানকে অপসারণে কেন্দ্রীয় ব্যাংকের আদেশ আপাতত বহাল রেখেছেন আপিল বিভাগ।

বৃহস্পতিবার (১১ জানুয়ারি) দায়িত্বরত প্রধান বিচারপতি মো. আবদুল ওয়াহহাব মিঞা নেতৃত্বাধীন পাঁচ বিচারপতির বেঞ্চ চেম্বার আদালতের স্থগিতাদেশ বহাল রেখে এ আদেশ দেন।

একইসঙ্গে এ বিষয়ে হাইকোর্টে জারি করা রুল নিষ্পত্তি করতেও আদেশ দিয়েছেন আপিল বিভাগ।

আদালতে এনআরবিসি ব্যাংকের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মেহেদি হাসান চৌধুরী। দেওয়ান মুজিবুর রহমানের পক্ষে শুনানি করেন সাবেক বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী। বাংলাদেশ ব্যাংকের পক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।

গত বছরের ৫ ডিসেম্বর ব্যাংক কোম্পানি আইনের ৪৬(১) ধারার ক্ষমতাবলে এনআরবি কমার্শিয়াল ব্যাংকের এমডি দেওয়ান মুজিবুর রহমানকে অপসারণ করে বাংলাদেশ ব্যাংক।

এই অপসারণ আদেশের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন তিনি। রিটের পর ৭ ডিসেম্বর হাইকোর্ট বেঞ্চ রুলসহ স্থগিতাদেশ দেন।
 
এর বিরুদ্ধে এনআরবিসির আবেদনের পরিপ্রেক্ষিতে আপিল বিভাগের চেম্বার বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন হাইকোর্টের আদেশ স্থগিত করে পূর্ণাঙ্গ বেঞ্চে ১১ জানুয়ারি শুনানির আদেশ দেন। এ আদেশ অনুসারে বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংক এবং এনআরবিসি ব্যাংকের দু’টি আবেদনের নিষ্পত্তি করে চেম্বার আদালতের স্থগিতাদেশ বহাল রাখেন।  

ফলে আপাতত দেওয়ান মুজিবুর রহমানকে অপসারণে কেন্দ্রীয় ব্যাংকের আদেশই বহাল থাকলো বলে জানিয়েছেন আইনজীবীরা।
 
এদিকে ব্যাংকটির পর্ষদ তাকে তিন মাসের ছুটিতে পাঠিয়ে এ পদে চলতি দায়িত্ব দেয় ডিএমডি কাজী মো. তালহাকে।

বাংলাদেশ সময়: ১২১৫ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৮
ইএস/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।