ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আইন ও আদালত

৭৫ বছর বয়সের বেশি আটকদের তথ্য চেয়ে ৫ কারাগারে চিঠি

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৫ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৮
৭৫ বছর বয়সের বেশি আটকদের তথ্য চেয়ে ৫ কারাগারে চিঠি

ঢাকা: সাজাপ্রাপ্ত কিংবা মামলা বিচারাধীন থাকা ৭৫ বছর বয়সের ঊর্ধ্বে  আটক ব্যক্তিদের তথ্য চেয়ে দেশের পাঁচটি কারাগারে চিঠি পাঠিয়েছে সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড কমিটি।

চিঠি পাঠানোর বিষয়টি বৃহস্পতিবার (১১ জানুয়ারি) নিশ্চিত করেছেন সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড অফিসের কো-অর্ডিনেটর রিপন পৌল স্কু।

কারাগারগুলো হচ্ছে, ঢাকা কেন্দ্রীয় কারাগার, কাশিমপুর পার্ট-১, ২, ৩ ও ৪।

সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড কমিটির সদস্য সচিব সহকারী অ্যাটর্নি জেনারেল টাইটাস হিল্লোল রেমার স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, লিগ্যাল এইড কমিটি দেশের উচ্চ আদালতে সরকারি আইনি সেবা নিশ্চিতকরণে কাজ করে চলছে।

বিভিন্ন সূত্রে জ‍ানা যায়, দেশের কয়েকটি কারাগারে বিভিন্ন মামলায় আটক হিসেবে ৭৫ বছরের ঊর্ধ্বে বয়স্ক ব্যক্তিরা রয়েছে। তাদের প্রয়োজনীয় আইনি সহায়তা দেওয়ার জন্য তথ্যাদি আবশ্যক।

বাংলাদেশ সময়: ১৮১৯ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৮
ইএস/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।