ঢাকা, বুধবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

আইন ও আদালত

আইনজীবীদের বই পড়ার পরামর্শ 

স্পেশাল করেপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৫ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০১৮
আইনজীবীদের বই পড়ার পরামর্শ  অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা। ছবি: বাংলানিউজ

ঢাকা: আইনজীবীদের আরও বেশি করে বই পড়ার পরামর্শ দিলেন দায়িত্বপ্রাপ্ত প্রধান বিচারপতি মো. আবদুল ওয়াহ্হাব মিঞা।  

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সপ্তাহব্যাপী বই মেলার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। রোববার (১৪ জানুয়ারি) সমিতি ভবনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

 

আইনজীবীদের উদ্দেশ্য করে বিচারপতি মো. আবদুল ওয়াহ্হাব মিঞা বলেন, ইউ মাস্ট লার্নিং। যেমন যুদ্ধক্ষেত্রে ঢাল না থাকলে বলা হয় নিধিরাম সর্দার। উইদাউট বুক, উইদাউট নলেজ, আইনজীবীরাও তেমন। তাই বেশি বেশি ভালো বই পড়তে হবে।  

আদালতে মামলার শুনানি নিয়ে তিনি বলেন, আজকে যখন আমরা কেস শুনি, অনেক লইয়ার্স-ই (আইনজীবী) যখন কোর্টে আর্গুমেন্ট করতে যান বই ছাড়া। যখন জিজ্ঞাসা করি বই কোথায়? তখন এদিকে তাকায়-ওদিকে তাকায়, আনফরচুনেট।
 
আইনজীবীদের দক্ষতা নিয়ে দায়িত্বপ্রাপ্ত প্রধান বিচারপতি বলেন, ‘বার (আইনজীবী সমিতি) যদি সমৃদ্ধ হয়, তাহলে বেঞ্চ (আদালত) সমৃদ্ধ হয়। বার দুর্বল হলে বেঞ্চও দুর্বল হয়। কারণ জজ সাহেবকে দক্ষ করবে কে? দ্য লইয়ার্স। ইউ নট ফিট জাজেস, ইউ ক্যান ন’ট এক্সপেক্ট গুড জাজমেন্ট অ্যান্ড রিচ জাজমেন্ট। ’
 
‘সত্যিকার অর্থে নলেজ ইজ পাওয়ার। বিচারকদের কাছ থেকে (মক্কেলের পক্ষে রায়) আদায় করতে হলে, সাবমিশনের মাধ্যমই আদায় করতে হবে। এখন আপনি যদি খালি পুরানো পল্টনের মতো বক্তৃতা দেনম তাহলে হবে না। বক্তৃতার মধ্যে সারমর্ম থাকতে হবে। আইনের কথা থাকতে হবে। আইনের ব্যাখ্যা থাকতে হবে। ’   
বই মেলা নিয়ে তিনি বলেন, ‘শুধু বইমেলা করলে হবে না। বই কিনতে হবে। বিচারপতি ইমান আলী ফ্রি বই দিয়েছেন। শুধু ওগুলো নিবেন না। পাশাপাশি পয়সা দিয়েও কিনবেন। টাকা দিয়ে কিনলে দরদ বেশি হবে, পড়তেও ইচ্ছে করবে। ’
 
‘অনেকে মক্কেলকে দেখানোর জন্য বই পুস্তক রাখেন। বই কিনবেন, তবে শুধু মক্কেলকে দেখানোর জন্য নয়, পড়বেন। যদি ভালো উকিল হতে চান, বই পড়ুন’ যোগ করেন দায়িত্বপ্রাপ্ত প্রধান বিচারপতি।    

নিজের অভিজ্ঞতার বর্ণনা দিয়ে আপিল বিভাগের জ্যেষ্ঠতম এ বিচারপতি বলেন, ‘আমি যখন উকিল ছিলাম, তখন কোনো মামলার ফিস পেলেই বই কিনতাম। যদি ১০ হাজার টাকা পেতাম তাহলে দুই হাজার টাকার বই কিনতাম। এভাবে বই কিনা শুরু করলে দেখবেন লাইব্রেরি রিচ হয়ে গেছে।  ইয়াং লইয়ার- যারা আছেন একদিনে তো সব বই কিনা হবে না।  বই না কিনলে পড়ার প্রতি মনযোগ হবে না। ’

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি জয়নুল আবেদীনের সভাপতিত্বে এবং সম্পাদক মাহবুব উদ্দিন খোকনের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন- আপিল বিভাগের বিচারপতি মোহাম্মদ ইমান আলী।  

অনুষ্ঠানে সুপ্রিম কোর্টের বিচারপতি ও জ্যেষ্ঠ আইনজীবীরা উপস্থিত ছিলেন। সপ্তাহব্যাপী এই বইমেলায় ৪২ টি স্টল রয়েছে।
   
বাংলাদেশ সময়: ২০২২ ঘণ্টা, জানুয়ারি ১৪,২০১৮
ইএস/এমএ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।