ঢাকা, সোমবার, ২৮ বৈশাখ ১৪৩২, ১২ মে ২০২৫, ১৪ জিলকদ ১৪৪৬

আইন ও আদালত

নিউ মার্কেটের ভেতর পার্কিংয়ে নিষেধাজ্ঞা

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮:১০, জানুয়ারি ১৫, ২০১৮
নিউ মার্কেটের ভেতর পার্কিংয়ে নিষেধাজ্ঞা

ঢাকা: রাজধানীর নিউ মার্কেটের ভেতর সকল ধরনের গাড়ি পার্কিংয়ের ওপর নিষেধাজ্ঞা দিয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

জনস্বার্থে করা এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে সোমবার (১৫ জানুয়ারি) বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি মোহাম্মদ উল্লাহ’র হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে রিট আবেদনটি দায়েরে করেন মানবাধিকার সংগঠন ‘সমাজের প্রতি যুব উদ্দোগ’ এর সভাপতি আইনজীবী ইমতিয়াজ আহমেদ।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী ব্যারিস্টার এ বি এম আলতাফ হোসেন। অন্যদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তাপস কুমার বিশ্বাস।

আদেশের পরে আইনজীবী ব্যারিস্টার এ বি এম আলতাফ হোসেন বলেন, আদালত নিউ মার্কেটের ভেতরে সব ধরনের পার্কিংয়ের ওপর নিষেধাজ্ঞা জারি করেছেন। একইসঙ্গে আদালত দুটি রুল জারি করেছেন।  

রুলে নিউ মার্কেটের ভেতর পার্কিং বন্ধে বিবাদীদের নিষ্ক্রিয়তা কেন অবৈধ হবে না এবং নিউ মার্কেটের ভেতর অবৈধ পার্কিং রোধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ না করায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে কেন ব্যবস্থা গ্রহণ করা হবে না, তা জানতে চেয়েছেন।

দুই সপ্তাহের মধ্যে এলজিআরডি সচিব ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান নির্বাহীসহ সংশ্লিষ্ট ছয়জনকে রুলের জবাব দিতে বলা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪১০ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৮
ইএস/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।