বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) সাতক্ষীরা সার্কিট হাউজে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী এ কথা বলেন।
আনিসুল হক আরও বলেন, প্রধানমন্ত্রী সংবাদ সম্মেলন করে নির্বাচনকালীন সরকারের রূপরেখা তুলে ধরেছেন।
প্রধানমন্ত্রীর উদ্ধৃতি দিয়ে তিনি বলেন, নির্বাচনকালীন মন্ত্রিপরিষদের আকার কমিয়ে দেওয়া হবে। কোনো পলিসি ডিসিশন নেওয়া হবে না। শুধুমাত্র দৈনন্দিন কাজ করা হবে। মূলত এটাই হচ্ছে নির্বাচনকালীন সরকার। সব গণতান্ত্রিক দেশ এবং যেসব দেশে লিখিত সংবিধান নেই সেসব দেশ এভাবেই নির্বাচন পরিচালনা করে আসছে।
এ সময় বিএনপি প্রস্তাবিত সহায়ক সরকার নিয়ে তিনি বলেন, সহায়ক সরকার কী তা বিএনপি বলতে পারবে, এ বিষয়ে আমি কিছু বলতে পারবো না।
পরে মন্ত্রী নবনির্মিত সাতক্ষীরা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ভবন উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন।
বাংলাদেশ সময়: ১৪৩৩ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৮
এসআই