ঢাকা, শুক্রবার, ৬ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

আইন ও আদালত

নির্বাচন প‌রিচালনা কর‌বে নির্বাচন ক‌মিশন

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৩৮ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৮
নির্বাচন প‌রিচালনা কর‌বে নির্বাচন ক‌মিশন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক

সাতক্ষীরা: ‌আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক ব‌লে‌ছেন, নির্বাচন প‌রিচালনা কর‌বে নির্বাচন ক‌মিশন। নির্বাচ‌নের সম‌য় যে সরকার থাক‌বে সেই সরকার সংবিধানের ১২৬ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী নির্বাচন ক‌মিশন‌কে সহযোগিতা করবে মাত্র।

বৃহস্প‌তিবার (২৫ জানুয়া‌রি) সাতক্ষীরা সা‌র্কিট হাউ‌জে সাংবা‌দিক‌দের সঙ্গে আলাপকা‌লে মন্ত্রী এ কথা ব‌লেন।  

আ‌নিসুল হক আরও ব‌লেন, প্রধানমন্ত্রী সংবাদ সম্মেলন করে নির্বাচনকালীন সরকারের রূপরেখা তুলে ধরেছেন।

 

প্রধানমন্ত্রীর উদ্ধৃ‌তি দি‌য়ে তি‌নি ব‌লেন, নির্বাচনকালীন মন্ত্রিপরিষদের আকার কমিয়ে দেওয়া হ‌বে। কোনো পলিসি ডিসিশন নেওয়া হবে না। শুধুমাত্র দৈনন্দিন কাজ করা হবে। মূলত এটাই হচ্ছে নির্বাচনকালীন সরকার। সব গণতান্ত্রিক দেশ এবং যেসব দেশে লিখিত সংবিধান নেই সেসব দেশ এভাবেই নির্বাচন পরিচালনা করে আসছে।

এ সময় বিএন‌পি প্রস্তা‌বিত সহায়ক সরকার নি‌য়ে তি‌নি ব‌লেন, সহায়ক সরকার কী তা বিএনপি বল‌তে পার‌বে,  এ বিষ‌য়ে আ‌মি কিছু বল‌তে পার‌বো না।

প‌রে মন্ত্রী নব‌নি‌র্মিত সাতক্ষীরা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ভবন উদ্বোধনী অনুষ্ঠা‌নে যোগ দেন।  

বাংলাদেশ সময়: ১৪৩৩ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৮
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।