ঢাকা, শনিবার, ২৬ বৈশাখ ১৪৩২, ১০ মে ২০২৫, ১২ জিলকদ ১৪৪৬

আইন ও আদালত

প্রধান বিচারপতির নিয়োগ শিগগিরই

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:১২, জানুয়ারি ২৫, ২০১৮
প্রধান বিচারপতির নিয়োগ শিগগিরই ছবি-বাংলানিউজ

খুলনা: শিগগিরই প্রধান বিচারপতি নিয়োগ হবেন, জানালেন আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক। 

বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) রাতে খুলনা সার্কিট হাউজে জেলার জজ ও ম্যাজিস্ট্রেটসহ আইন কর্মকতাদের সঙ্গে মতবিনিময় সভার আগে সাংবাদিকদের এ কথা জানান আইনমন্ত্রী।

তিনি বলেন, দেশের সংবিধান অনুযায়ী প্রধান বিচারপতি নিয়োগের এখতিয়ার রাষ্ট্রপতির।

তিনি যেদিন চাইবেন সেদিনই প্রধান বিচারপতি নিয়োগ হবেন। তবে আশা করি, শিগগিরই তিনি নিয়োগের নির্দেশ দেবেন।
 
তাছাড়া, খুলনায় নারী ও শিশু নির্যাতন মামলা দ্রুত নিষ্পত্তির জন্য দুটি আদালত গঠন করা হয়েছে বলে জানান তিনি। ফলে এ বিষয়ক মামলার সমাধান দ্রুত করা সম্ভব হবে বলে তিনি আশাবাদী।

বাংলাদেশ সময়: ২৩২৫ ঘণ্টা,  জানুয়ারি ২৫, ২০১৮
এনএইচটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।