রোববার (২৮ জানুয়ারি) দায়িত্বরত প্রধান বিচারপতি মো. আবদুল ওয়াহ্হাব মিঞার নেতৃত্বাধীন পাঁচ বিচারপতির আপিল বেঞ্চ বিবাদীদের আবেদন খারিজ করে আদেশ দেন।
আদালতে রিটের পক্ষে ছিলেন আইনজীবী বি এম ইলিয়াস কচি।
নির্বাচনে পরিচালক প্রার্থী মফিজুর রহমান মনার এক আবেদনের শুনানি নিয়ে গত ১৪ জানুয়ারি হাইকোর্ট চুয়াডাঙ্গা চেম্বার অব কমার্সের নির্বাচনের ওপর ৬ মাসের জন্য স্থগিতাদেশ দেন।
পরে আজিজুল বাশার বলেন, আইনে বলা আছে পরপর দুই মেয়াদের বেশি কোনো ব্যক্তি চেম্বার অব কর্মাসে নির্বাচন করতে পারবে না। কিন্তু একাধিক প্রার্থী এর আইন না মেনে মনোনয়নপত্র জমা দেন। পরিচালক প্রার্থী মফিজুর রহমান মনা বিষয়টি চেম্বার অব কমার্সের নির্বাচন কমিশনে আপত্তি জানালেও তারা ব্যবস্থা নেয়নি। এর বিরুদ্ধে আপিল ট্রাইব্যুনালে দায়ের করা আপিলও খারিজ করে দেন।
পরে হাইকোর্টে রিট করেন মফিজুর রহমান মনা।
বাংলাদেশ সময়: ১৬৩২ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৮
ইএস/জেডএস