ঢাকা, রবিবার, ২৩ অগ্রহায়ণ ১৪৩১, ০৮ ডিসেম্বর ২০২৪, ০৫ জমাদিউস সানি ১৪৪৬

আইন ও আদালত

প্রধান বিচারপতিকে সংবর্ধনা দিলেন অ্যাটর্নি জেনারেল-বার

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ৪, ২০১৮
প্রধান বিচারপতিকে সংবর্ধনা দিলেন অ্যাটর্নি জেনারেল-বার

ঢাকা: নতুন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনকে সংবর্ধনা দিয়েছেন অ্যাটর্নি জেনারেল অফিস ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি।

রোববার (০৪ ফেব্রুয়ারি) সকাল ১০টা ৩৫ মিনিটে আপিল বিভাগের ১ নম্বর বিচারকক্ষে প্রধান বিচারপতিকে এ সংবর্ধনা দেওয়া হয়।

সুপ্রিম কোর্টে নতুন প্রধান বিচারপতি

এ সময় আপিল ও হাইকোর্ট বিভাগের বিচারপতি, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি, জ্যেষ্ঠ আইনজীবীসহ অন্য আইনজীবীরা উপস্থিত ছিলেন।

শুরুতেই সংবর্ধনা দেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম, পরে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি জয়নুল আবেদিন। এরপর সংবর্ধনার জবাবে কৃতজ্ঞতা প্রকাশ করে বক্তব্য রাখেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন।  

সংবর্ধনা শেষে প্রধান বিচারপতি আইনজীবীদের উদ্দেশ্য করে বলেন, আজ আপিল ও হাইকোর্ট বিভাগ দুপুর সাড়ে ১২টা থেকে বিচারকার্য পরিচালনা করবেন।

স্মৃতিসৌধে যাচ্ছেন প্রধান বিচারপতি

বাংলাদেশ সময়: ১১৫৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৪, ২০১৮
ইএস/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।