ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

আইন ও আদালত

গাইবান্ধায় এমপি লিটন হত্যা: ৮ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ৭, ২০১৮
গাইবান্ধায় এমপি লিটন হত্যা: ৮ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন

গাইবান্ধা: গাইবান্ধার সুন্দরগঞ্জে সরকার দলীয় সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটন হত্যা মামলায় জাতীয় পার্টির সাবেক এমপি আব্দুল কাদের খানসহ আটজনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। 

বুধবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে গাইবান্ধা জেলা ও দায়রা জজ আদালতের বিচারক রাশেদা সুলতানা এ অভিযোগ গঠন করেন।  

গাইবান্ধা জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) শফিকুল ইসলাম শফি বাংলানিউজকে জানান, এমপি লিটন হত্যা মামলায় সাবেক এমপি আব্দুল কাদের খান, আব্দুল হান্নান, মেহেদী হাসান, শাহীন মিয়া, রানা, চন্দন কুমার, শামসুজ্জোহা ও সুবলের বিরুদ্ধে আদালত অভিযোগ গঠন করেছেন।

এদের মধ্যে চন্দন কুমার পালিয়ে ভারতে গেছে। বাকিরা অভিযোগ গঠনের সময় আদালতে উপস্থিতি ছিলেন।  

উল্লেখ, ২০১৬ সালের ৩১ ডিসেম্বর সুন্দরগঞ্জ উপজেলার বামনডাঙ্গা মাস্টারপাড়ার বাড়িতে এমপি লিটনকে গুলি করে হত্যা করা হয়।  

বাংলাদেশ সময়: ১৫২১ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৭, ২০১৮
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।