বুধবার (০৭ ফেব্রুয়ারি) দুপুরে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনের ল’ রিপোর্টার্স ফোরাম কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ দাবি তুলে ধরেন সংগঠনটির নেতারা।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন গণতান্ত্রিক আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট শেখ আখতার উল ইসলাম।
লিখিত বক্তব্যে বলা হয়, সম্প্রতি ডিজিটাল নিরাপত্তা আইন নামের একটি আইনের খসড়া করা হয়েছে। গণতান্ত্রিক আইনজীবী সমিতি এ আইনের তীব্র প্রতিবাদ জানিয়ে অবিলম্বে এ আইন বাতিল করার জোর দাবি জানাচ্ছে। এর আগে সমিতি আইসিটি আইনের ৫৭ ধারা বাতিলেরও দাবি জানিয়েছিলো। দেরিতে হলেও সরকার আজ সেই আইনের পরিবর্তন করে নতুন করে ডিজিটাল নিরাপত্তা আইনের নামে একটি নিবর্তনমূলক আইন প্রণয়ন করতে যাচ্ছে। আমরা গভীর উদ্বেগ ও উৎকণ্ঠা প্রকাশ করে সরকারকে এ আইন প্রণয়ন থেকে বিরত থাকার জন্য জোর দাবি জানাচ্ছি।
বাংলাদেশ সময়: ১৬০৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৭, ২০১৮
ইএস/জেডএস