ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

আইন ও আদালত

হাইকোর্টে প্রবেশে কড়াকড়ি

বাংলানিউজ টিম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৫৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ৮, ২০১৮
হাইকোর্টে প্রবেশে কড়াকড়ি হাইকোর্ট এলাকায় পুলিশের তল্লাশি-ছবি- সুমন শেখ

ঢাকা: খালেদা জিয়ার রায়কে কেন্দ্র করে বৃহস্পতিবার (০৮ ফেব্রুয়ারি) সকাল থেকে রাজধানীতে সতর্ক অবস্থান রয়েছে পুলিশের। হাইকোর্টের ভেতরে অথবা জমায়েত রুখতে প্রবেশপথে কড়াকড়ি দেখা গেছে।

হাইকোর্টের মাজার গেট এলাকার দুই পাশে পুলিশ সদস্যরা অবস্থান নিয়েছেন। পরিচয়পত্র ছাড়া কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না।

তল্লাশির পর প্রবেশ করতে দেওয়া হচ্ছে সব ধরনের গাড়ি।

দায়িত্বরত পুলিশ কর্মকর্তারা জানান, হাইকোর্ট এলাকায় উদ্দেশ্যমূলকভাবে কারো জড়ো হওয়া এড়াতে পরিচয় নিশ্চিত হয়ে প্রবেশ করতে দেওয়া হচ্ছে।

এর আগে খালেদা জিয়ার আদালতে হাজিরা দেওয়ার সময় হাইকোর্ট এলাকায় বিএনপি নেতাকর্মীদের জড়ো হয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করতে দেখা গেছে। এসব বিষয়কে মাথায় রেখে বৃহস্পতিবার বাড়তি সতর্ক রয়েছে আইন-শৃঙ্খলা বাহিনী।

এদিকে হাইকোর্ট দোয়েল চত্বর এলাকায় যুবলীগের নেতাকর্মীদের মোটরসাইকেল বহর নিয়ে পুরো এলাকা প্রদক্ষিণ করতে দেখা গেছে।

বাংলাদেশ সময়: ১০৫২ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৮, ২০১৮
আরএম/পিএম/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।